shono
Advertisement

‘ভারতকে পালটে দিয়েছেন মোদি’, লন্ডনে প্রধানমন্ত্রীর জয়গান জয়শংকরের

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও জট কাটতে পারে, আশাবাদী জয়শংকর।
Posted: 11:00 AM Nov 14, 2023Updated: 02:18 PM Nov 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে পালটে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের অন্দরে আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক- সমস্ত ক্ষেত্রেই ভারত পালটে গিয়েছে। গত এক দশকে এই পরিবর্তনের চালিকাশক্তি হল প্রধানমন্ত্রীর নেতৃত্ব। ব্রিটেন (Britain) সফরে ভারতীয় হাই কমিশনে বক্তৃতা দেওয়ার সময়ে এই কথাই উঠে এল বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) মুখে। মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) নিয়ে দুই দেশ একমত হতে পারে, এমন সম্ভাবনার কথাও বলেছেন বিদেশমন্ত্রী।

Advertisement

পাঁচদিনের জন্য ব্রিটেন সফরে গিয়েছেন জয়শংকর। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের কাছেই অবস্থিত ভারতীয় হাই কমিশনের দীপাবলির অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই বিদেশমন্ত্রী বলেন, “গোটা বিশ্ব পালটে গিয়েছে। ভারত, ব্রিটেন, দুই দেশের সম্পর্ক-সমস্ত জায়গাতেই পরিবর্তন এসেছে। যদি জিজ্ঞাসা করা হয়, ভারতে কী বদল হয়েছে? উত্তরটা সকলেই জানেন- মোদি।” 

[আরও পড়ুন: গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, পালাচ্ছে যুদ্ধের ময়দান ছেড়ে! দাবি ইজরায়েলের]

বেটি বাচাও বেটি পড়াও, মহিলাদের জন্য শৌচালয়, আবাস যোজনা- প্রধানমন্ত্রীর সমস্ত পরিকল্পনাই সফল হয়েছে বলে জানান জয়শংকর। ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উঠে আসে তাঁর মুখে। জয়শংকর বলেন, “ভারত ও ব্রিটেনের মধ্যে দীর্ঘ জটিল সম্পর্ক রয়েছে। কিন্তু দুই দেশের মধ্যে ইতিবাচক ইতিহাস গড়ে তোলার চেষ্টা করছি।”

দীর্ঘদিন ধরেই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ব্রিটেনের সঙ্গে ভারতের আলোচনা চলছে। চলতি বছরের জি-২০ সম্মেলনে এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে আলোচনাও করেন মোদি। তার পরেই জট কাটার ইঙ্গিত মেলে। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন জয়শংকর বলেন, “মুক্ত বাণিজ্য চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে আলোচনা চলছে। দুই দেশই নিজেদের প্রয়োজন অনুযায়ী একমত হতে পারবে বলেই আমরা আশাবাদী।” জয়শংকরের এই সফরেই কি মুক্ত বাণিজ্য নিয়ে জট পুরোপুরি কাটবে? 

[আরও পড়ুন: উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়: আটকে বাংলার ৩ শ্রমিক, নাম-ঠিকানা প্রকাশ শুভেন্দুর]

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement