সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কি কারাগারে খুন হয়েছেন? গতকাল ইমরানকে নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়ায়। এমনকী তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা-কর্মীদের একাংশ দাবি করে যে জেলেই মৃত্যু হয়েছে ইমরানের। যদিও জল্পনা উড়িয়ে বিবৃতি প্রকাশ করল পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ, যেখানে ২০২৩ সাল থেকে বন্দি রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান। ঠিক কী বলেছে জেল কর্তৃপক্ষ?
ইমরানের মৃত্যুসংবাদকে 'ভিত্তিহীন' বলা হয়েছে আদিয়ালা জেলের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে। জেল কর্তৃপক্ষ বলেছে, “আদিয়ালা জেল থেকে তাঁকে (ইমরান) সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্য়ি নয়।” আরও বলা হয়, “তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা পাচ্ছেন।”
জেলে ইমরান বহাল তবিয়তে আছেন বলে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফেরও। তাঁর বক্তব্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এমন খাবার দেওয়া হচ্ছে, যা পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না। জেলে নিজের পছন্দের টিভিও দেখতে পারেন তিনি। ইমরানের জন্য নাকি শীতে চওড়া খাট, পশমের কম্বলেরও ব্যবস্থা হয়েছে। যদিও ইমরানের বোন এবং তাঁর ছেলেরা দাবি করেছেন, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নির্জন কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে। কোটি টাকার প্রশ্ন হল, সত্যিটা আসলে কী?
প্রসঙ্গত, পিটিআই প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা রয়েছে। একাধিক মামলার জেরে দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ইমরান। পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে এক বার পরিবারের সদস্যেরা ইমরানের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু অভিযোগ, সেই আইনের তোয়াক্কা করছে না শাহবাজ সরকার।
