সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (USA) আকাশে কি এলিয়েন (Aliens)? মোট চারবার দেখা গিয়েছিল অজানা বস্তু। যা নিয়ে রহস্য দানা বাঁধছিল। শেষ পর্যন্ত এই বিষয়ে মুখ খুলল হোয়াইট হাউস (White House)। জানানো হল, উত্তর আমেরিকার (North America আকাশে যে অজানা বস্তু দেখা গিয়েছিল, ইতিমধ্যে যেগুলিকে গুলি করে নামানো হয়েছে, তা আদৌ এলিয়েন নয়।
হোয়াইট হাউসের সংবাদ সচিব ক্যারন জিন-পিয়েরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি কেবল নিশ্চিত করতে চেয়েছিলাম যে এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দেওয়া হবে। আমি জানি এই বিষয়ে প্রশ্ন এবং উদ্বেগ রয়েছে। তবে সম্প্রতি যেগুলিকে আকাশ থেকে নামানো হয়েছে তার মধ্যে এলিয়েন বা ভিনগ্রহের কার্যকলাপের কোনও ইঙ্গিত নেই।”
[আরও পড়ুন: ‘বীর সেনার আত্মত্যাগ ভোলার নয়’, পুলওয়ামা হামলার স্মৃতিতে টুইট প্রধানমন্ত্রীর]
উল্লেখ্য, সম্প্রতি মিসাইল দেগে চিনের ‘নজরদারি’ বেলুন নামিয়েছিল আমেরিকা। বাইডেনের দেশের এহেন আচরণে বেজায় চটেছিল চিন। তারা বিবৃতি জারি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছিল। চিনের (China) বিদেশমন্ত্রকের দাবি, বাড়াবাড়ি করেছে আমেরিকা। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করবে চিন। সবমিলিয়ে বেলুন নিয়ে চিন-আমেরিকার চাপানউতোর তুঙ্গে। এরই মধ্যে আরও তিনটি ‘অজানা বস্তু’র দেখা মেলে আমেরিকার আকাশে। যার পরে রহস্য দানা বাঁধে। এলিয়েন নয় তো? জল্পনা তৈরি হয়।
[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট এবার উপত্যকার লিথিয়াম খনি! কেনাবেচা করলেই হামলার হুমকি জইশের সঙ্গীর]
হোয়াইট হাউসের সংবাদ সচিব ক্যারন এদিন বলেন, “আমেরিকান জনগণ বিষয়টি (উড়ন্ত বস্তু এলিয়েন কিনা) জানেন কিন্তু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম। বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ ছিল কারণ এই বিষয়ে (এলিয়েন) আমরা অনেক কিছুই শুনেছি।” হোয়াই হাউসের এমন প্রেস বিবৃতিতে হেসে ওঠেন সাংবাদিকরা।