shono
Advertisement
Zohran Mamdani

দিল্লি দাঙ্গায় জেলবন্দি উমরকে হাতে লেখা চিঠি মামদানির, জামিন চেয়ে কেন্দ্রকে বার্তা মার্কিন সাংসদদের

ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ?
Published By: Anwesha AdhikaryPosted: 11:42 AM Jan 02, 2026Updated: 12:28 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর ধরে জেলবন্দি উমর খালিদ। এবার ভারতীয় ছাত্রনেতার পাশে দাঁড়ালেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। হাতে লেখা চিঠিও পাঠালেন নিউ ইয়র্কের সদ্যনির্বাচিত মেয়র। তারপরেই ভারত সরকারকে চিঠি লিখেছেন আমেরিকার ৮ জনপ্রতিনিধি। তাঁদের স্পষ্ট বার্তা, উমরকে জামিন দেওয়া হোক। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বার্তা মার্কিন জনপ্রতিনিধিদের।

Advertisement

গত মাসে আমেরিকায় গিয়েছিলেন উমরের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস এবং মা সাবিনা খানাম। সেসময়েই আমেরিকার একাধিক রাজনীতিকদের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। জানা গিয়েছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া মামদানির সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন উমরের মা-বাবা। সেসময়ে জেলবন্দি ছাত্রনেতার জন্য নিজের হাতে লেখা চিঠি পাঠিয়েছেন মামদানি। তাঁর বার্তা, 'আমরা সকলেই তোমার কথা খুব ভাবি।' ওই চিঠি সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন উমরের সঙ্গিনী।

মামদানির এই চিঠি প্রকাশ্যে আসার পরেই জানা যায়, মার্কিন সেনেট এবং কংগ্রেস মিলিয়ে মোট ৮ জনপ্রতিনিধি চিঠি লিখেছেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোত্রাকে। মার্কিন জনপ্রতিনিধিদের কথায়, 'পাঁচবছর ধরে উমর খালিদ জেলে বন্দি রয়েছেন। ভারতের উচিত যুক্তিযুক্ত সময়ে বিচারপ্রক্রিয়া শেষ করা এবং দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে মুক্তি দেওয়া।' দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম-সহ অনেকেই এখনও জেলবন্দি। পাঁচ বছর কেটে গেলেও জামিন মেলেনি তাঁদের। ইউএপিএ ধারায় মামলা চলছে তাঁদের বিরুদ্ধে। জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। দিনকয়েক আগে অবশ্য বোনের বিয়ে উপলক্ষে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন উমর। ২৯ ডিসেম্বর আবারও জেলে ফিরতে হয়েছে তাঁকে। এবার সেই ইস্যু নিয়ে মুখ খুলল আমেরিকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত মাসে আমেরিকায় গিয়েছিলেন উমরের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস এবং মা সাবিনা খানাম।
  • মার্কিন সেনেট এবং কংগ্রেস মিলিয়ে মোট ৮ জনপ্রতিনিধি চিঠি লিখেছেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোত্রাকে।
  • ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম-সহ অনেকেই এখনও জেলবন্দি।
Advertisement