shono
Advertisement
Cat

ওজন কমাতে যাওয়াই কাল! মৃত্যু বিশ্বের সবচয়ে স্থূলকায় বিড়ালের

এঁটোকাঁটা, বিস্কুট, স্যুপ খেয়ে যার ওজন দাঁড়িয়েছিল ১৭ কেজিতে!
Published By: Biswadip DeyPosted: 01:10 PM Oct 30, 2024Updated: 03:22 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে ছিল বিশ্বের সবচেয়ে স্থূলকায় বিড়াল। নাম ক্রশিক (রুশ ভাষায় ক্র্যাম্বস)। এঁটোকাঁটা, বিস্কুট, স্যুপ খেয়ে খেয়ে যার ওজন দাঁড়িয়েছিল ১৭ কেজিতে! ওজন কমাতে ডায়েট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাকেই। আর তাতেই হল কাল। একলাফে ৩ কেজিরও বেশি ওজন কমানোর পর মারা গিয়েছে ক্রশিক ওরফে ক্র্যাম্বস।

Advertisement

রাশিয়ার ওই নাদুসনুদুস বিড়ালের মৃত্যুর খবর ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু ওজন কমাতে গিয়েই কি তার মৃত্যু হয়েছে? মার্কিন সংবাদমাধ্যমের দাবি, হঠাৎই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল বিড়ালটি। পশু চিকিৎসকদের আশঙ্কা, শরীরের অভ্যন্তরে প্লীহা বা অন্য কোনও অঙ্গে ক্যানসার হয়েছিল তার। ছিল বিপজ্জনক টিউমার। কিন্তু বিড়ালটির পুরু চর্বির আড়ালে কোথায় সেই ক্যানসারের লক্ষণযুক্ত টিউমার ছিল সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি স্ক্যান করেও। এমনিতে সে সুস্থই ছিল। আচমকাই শুরু হয় শ্বাসকষ্ট। এর পরই তার মৃত্যু হয়। মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই সে মারা গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

যে কেন্দ্রে চিকিৎসা চলছিল বিড়ালটির, তার মালিক গালিয়ানা মোর জানাচ্ছেন, ''আমরা বিষয়টা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। বোঝার চেষ্টা করছি ঠিক কোন কারণে মৃত্যু হল ক্র্যাম্বসের। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে পাঁচদিন অপেক্ষা করতে হবে আমাদের।''

তবে তিনি একথা বললেও মনে করা হচ্ছে বিশ্বের সবচেয়ে স্থূলকায় বিড়ালের মৃত্যুর সঠিক কারণ বোঝা খুব সহজ হবে না। ওজন বেড়ে যাওয়া নাকি টিউমার- ক্র্যাম্বসের ক্ষেত্রে মৃত্যুদূত কে সেটা বের করতে যে বিশেষজ্ঞদের বহু কাঠখড় পোড়াতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। এমনকী তার ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সে ছিল বিশ্বের সবচেয়ে স্থূলকায় বিড়াল। নাম ক্রশিক (রুশ ভাষায় ক্র্যাম্বস)।
  • এঁটোকাঁটা, বিস্কুট, স্যুপ খেয়ে খেয়ে যার ওজন দাঁড়িয়েছিল ১৭ কেজিতে! ওজন কমাতে ডায়েট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাকেই। আর তাতেই হল কাল।
  • একলাফে ৩ কেজিরও বেশি ওজন কমানোর পর মারা গিয়েছে ক্রশিক ওরফে ক্র্যাম্বস।
Advertisement