shono
Advertisement

মানুষের মতোই ঘামে, অনুভব করে ঠান্ডাও! আমেরিকায় তৈরি হল বিস্ময় রোবট

এই যন্ত্রমানব নিঃশ্বাসও নিতে পারে।
Posted: 01:01 PM Jun 11, 2023Updated: 01:02 PM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই বুঝি কমে আসছে মানুষ ও যন্ত্রের মধ্যেকার দূরত্ব। আইজাক আসিমভ থেকে সত্যজিৎ রায়, সারা বিশ্বেই বিখ্যাত সাহিত্যিকরা কলম ধরেছেন রোবটদের নিয়ে। কিন্তু তাঁদের কল্পনাও বুঝি হার মানার সময় এগিয়ে আসছে। অ্যারিজোনায় তৈরি হয়েছে এমন এক রোবট যে কিনা ঘামতে পারে! কেবল গরমে ঘামাই নয়, ঠান্ডায় কাঁপাতেও সে সিদ্ধহস্ত। সবথেকে বড় কথা অ্যান্ডি নামের এই যন্ত্রমানব নিঃশ্বাসও নিতে পারে! এমন রোবট (Robot) কিন্তু বিশ্বে আর নেই। স্বাভাবিক ভাবেই অ্যান্ডিকে ঘিরে চাঞ্চল্য তুঙ্গে।

Advertisement

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এক অধ্যাপক কনরাড রিকাচিউয়েস্কি জানিয়েছেন, ”অ্যান্ডি ঘামতে পারে। সে তাপ উৎপন্ন করা, কাঁপুনি, হাঁটা, নিঃশ্বাস নেওয়া সবেতেই সক্ষম।” অ্যান্ডিকে সৃষ্টি করার পিছনে অন্যতম কারণ হল মানব শরীরে অতিরিক্ত উষ্ণতার প্রভাব কীরকম তা বুঝতে চেষ্টা করা। আর সেই কারণে অ্যান্ডির শরীরে বহু পৃষ্ঠতলের সঙ্গে ছিদ্র রাখা হয়েছে ৩৫টি। বিভিন্ন তাপমাত্রার সঙ্গে লড়ার শক্তি দেওয়া হয়েছে তাকে। একে এককথা বলা হচ্ছে ‘থার্মাল ম্যানিকুইন’।

[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]

গরমের প্রকোপে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই অবস্থায় অতিরিক্ত তাপমাত্রায় মানুষের শরীরে কী প্রভাব পড়ে তা জানতে চাওয়াই উদ্দেশ্য বিজ্ঞানীদের। আসলে এই ধরনের পরীক্ষার সবচেয়ে প্রতিকূল দিক হল, খুব বেশি তাপমাত্রা বৃদ্ধি মানুষের শরীর সইতে পারে না। তাই অ্যান্ডির মতো রোবটকে দিয়েই এই ধরনের পরীক্ষা করার কথা ভেবেছেন তাঁরা।

[আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিঁলো, ভুগছিলেন ক্যানসারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement