সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। গোড়ালির চোটে ছিটকে গেলেন দলের অন্যতম ভরসা জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। রবিবার অজিদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না এই পেসারকে। তাঁর পরিবর্ত হিসাবে মাইকেল নেসেরের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি। প্রসঙ্গত, আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে মহাম্যাচের আগে চোট সমস্যা ভারতীয় (Indian Cricket Team) শিবিরেও।
অজি নির্বাচক প্রধান জর্জ বেইলি রবিবার জানিয়েছেন, আসন্ন অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখেই হ্যাজেলউডকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শুরুতে গোড়ালির চোটেই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে পারেননি তিনি। আরসিবি স্কোয়াডে থাকলেও তাঁকে মাঠে দেখা যায়নি। যাবতীয় প্রস্তুতি নেওয়া সত্ত্বেও টেস্টের খেতাবি লড়াইয়ে নামতে পারবেন না হ্যাজেলউড।
[আরও পড়ুন: নদীতে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপর্যয় বিহারে, ভাইরাল ভিডিও!]
তারকা পেসারের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করে বেইলি জানিয়েছেন, “প্রায় সুস্থ হয়ে উঠেছিল হ্যাজেলউড। খেলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল ওকে। কিন্তু আগামী দিনে অস্ট্রেলিয়ার ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। তাই একটা ম্যাচের কথা ভেবে ওকে নিয়ে ঝুঁকি নেওয়া যায় না।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হলেই অ্যাশেজ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। সাত সপ্তাহের মধ্যে ছ’টি টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পেসারদের সকলকে সুস্থ রাখার দিকেই নজর দিতে চাইছে অজি বোর্ড।
তবে হ্যাজেলউড ছিটকে গেলেও অজিদের বোলিং অ্যাটাক খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। অধিনায়ক প্যাট কামিন্স ছাড়াও দলে রয়েছেন ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্কের মতো শক্তিশালী পেসাররা। ওভালের পিচে কার্যকরী হবে নাথান লিয়ন, টড মার্ফির স্পিনও। সবমিলিয়ে হ্যাজেলউড ছাড়াও ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত অজি দল। অন্যদিকে, রবিবার অনুশীলনের সময়ে চোট পান উইকেটকিপার-ব্যাটার ইশান কিষান (Ishan Kishan)। সেই নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন ভারতীয় দল।
[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত করুক CBI, সুপারিশ রেলমন্ত্রীর]