shono
Advertisement
East Bengal Women

ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আইডব্লুএলে নামছে ইস্টবেঙ্গল, কোচের চিন্তা ফাজিলাদের ক্লান্তি

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফেরার তিন দিনের মাথায় আইডব্লুএলে নামতে চলেছে ইস্টবেঙ্গলের মেয়েরা।
Published By: Arpan DasPosted: 12:38 PM Dec 24, 2025Updated: 02:22 PM Dec 24, 2025

স্টাফ রিপোর্টার : সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফেরার তিন দিনের মাথায় আইডব্লুএলে নামতে চলেছে ইস্টবেঙ্গলের মেয়েরা। বুধবার লাল-হলুদের মেয়েদের সামনে প্রতিপক্ষ হিসাবে রয়েছে সেতু এফসি। তবে প্রতিপক্ষের থেকেও ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের চিন্তা বেশি ফাজিলা ইকুয়াপুটদের ক্লান্তি নিয়ে। তার উপর গতবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।

Advertisement

সাফের মতো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করে কলকাতায় ফিরেই আইডব্লুএলের প্রথম ম্যাচে নামার আগে আলাদা করে প্রস্তুতি নিতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে ইতিবাচক বিষয় একটাই, সব ফুটবলাররাই ম্যাচের মধ্যেই রয়েছেন। এই মুহূর্তে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য ইস্টবেঙ্গল দলে পাঁচজন বিদেশি ফুটবলার রয়েছেন। কিন্তু আইডব্লুএলে তিনজন বিদেশি রেজিস্টার্ড করা যাবে। সেই দিক থেকে চিন্তা করেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আক্রমণভাগের ফুটবলার ফাজিলা ইকুয়াপুট, রেস্টি নানজিরি ও মাঝমাঠের ফুটবলার আবেনা আনোমা ওপোকুকে এবারের আইডব্লুএলে রেজিস্টার করতে চলেছে। বাকি দুই বিদেশি মৌরিন তোভিয়া ওকপালা ও আমনা নবাবিকে এখনই ছাড়া হচ্ছে না।

গত কয়েক মাস ধরে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন প্রিয়াঙ্কা দেবী নাওরেম। চোট কাটিয়ে তিনি ফিরছেন এই ম্যাচে। সাফে খেলতে পারেননি সঙ্গীতা বাসফোর। তিনিও ফিরছেন সেতু এফসির বিরুদ্ধে। এদিন ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বলেন, "সাফ ও এএফসি এই দুই টুর্নামেন্টের চরিত্রই আলাদা ছিল। আন্তর্জাতিক টুর্নামেন্টের আবহ থেকে ফের ঘরোয়া ফুটবলে ফিরছি। নিজেদের সমর্থকদের সামনে বুধবার খেলতে নামব। এটা একটা অ্যাডভান্টেজ আমাদের। সেতুর বিরুদ্ধে প্রথমে আমরা নিজেদের দিকে ফোকাস করতে চাই। তারপর ওদের দিকে ফোকাস করব। কোচ হিসাবে ফোকাস করব নিজেদের দিকে, ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয়ে। চব্বিশ ঘণ্টা বিশ্রামের জন্য কখনওই পর্যাপ্ত নয়। তবুও যতটা সম্ভব তৈরি করা যায় সেটাই করেছি। সেতুর বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবে মেয়েরা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফেরার তিন দিনের মাথায় আইডব্লুএলে নামতে চলেছে ইস্টবেঙ্গলের মেয়েরা।
  • বুধবার লাল-হলুদের মেয়েদের সামনে প্রতিপক্ষ হিসাবে রয়েছে সেতু এফসি।
  • তবে প্রতিপক্ষের থেকেও ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রজের চিন্তা বেশি ফাজিলা ইকুয়াপুটদের ক্লান্তি নিয়ে।
Advertisement