shono
Advertisement

মাওয়ের নজির ছুঁয়ে ইতিহাস, তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত জিনপিং

চিন সেনাবাহিনীর প্রধান পদেও নির্বাচিত জিনপিং।
Posted: 10:10 AM Mar 10, 2023Updated: 10:17 AM Mar 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট হিসাবে ইতিহাস গড়লেন শি জিনপিং (Xi Jinping)। তিনবার চিনের (China) প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন তিনি। শুক্রবার চিনা পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জিনপিং। লাল ফৌজের শীর্ষ পদেও আসীন হলেন হলেন চিনা প্রেসিডেন্ট। এর ফলে চিনে একনায়কতন্ত্র চালু হতে চলেছে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।

Advertisement

জানা গিয়েছে, চিনা পার্লামেন্টের প্রায় ৩ হাজার সদস্যের সহমতেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন জিনপিং। এই নিয়ে তৃতীয়বারের জন্য দেশের শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ঝাও লেজি। পার্লামেন্টের প্রধান পদে বসতে চলেছেন হান ঝেং।

[আরও পড়ুন: উপাসনা চলাকালীন জার্মানির গির্জায় ঢুকে তাণ্ডব বন্দুকবাজের, মৃত অন্তত ৭, আহত বহু]

গত বছর অক্টোবর মাসেই চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন জিনপিং। চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দং-এর পরে একমাত্র জিনপিং এই কৃতিত্বের অধিকারী হয়েছেন। যদিও দলের নিয়মে একাধিক বদল এনেছেন তিনি। টানা দশ বছর দলের সাধারণ সম্পাদক থাকার পরে অব্যাহতি দেওয়ার নিয়ম ছিল। কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দলের শীর্ষ পদে নিজের জায়গা কায়েম করেছেন জিনপিং। একই কৌশলে দেশের প্রেসিডেন্ট পদকেও কার্যত কুক্ষিগত করে ফেলেছেন তিনি।

কোভিড ঠেকাতে কঠোর লকডাউন থেকে শুরু করে বিদেশি টিকায় অনীহা- একাধিক ক্ষেত্রে দেশের মানুষের তুমুল সমালোচনার মুখে পড়েছেন জিনপিং। তা সত্ত্বেও দেশের পার্লামেন্টে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি। দেশের পাশাপাশি চিনা সেনাবাহিনীরও প্রধান পদে নির্বাচিত হয়েছেন জিনপিং। নয়া প্রধানের নেতৃত্বে ভারতের সঙ্গে সীমান্তে কী অবস্থান নেয় লাল ফৌজ, নজর থাকবে সেদিকেও। 

[আরও পড়ুন: ‘নিকৃষ্টতম’ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ভারত, দাবি সুইস সংস্থার রিপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement