shono
Advertisement

বিধানসভা ভোটে অভিষেকেই ছক্কা যোগীর, পৃথক আসনে লড়েও ‘হারালেন’অখিলেশকে

গোরক্ষপুর কেন্দ্রের মোট ভোটের ৬৪.৯৬ শতাংশ গিয়েছে যোগীর পক্ষে।
Posted: 08:27 PM Mar 10, 2022Updated: 09:39 PM Mar 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইতিহাস বদলে দিয়েছে বিজেপি (BJP)। এইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমুন্ত্রী নিজেও চমকে দেওয়া জয় পেয়েছেন। ১ লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন গোরক্ষপুর আরবান বিধানসভা আসনে। চলতি বিধানসভা ভোটে যোগীর সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন যিনি, সেই সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবও (Akhilesh Yadav) অবশ্য নিজের আসনে জিতেছেন। তবে দলের ভরাডুবি আটকাতে পারেননি। শুধু তাই নয়, রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, ব্যক্তিগত স্তরে যোগীর কাছে হার মেনেছেন অখিলেশ। কীভাবে?

Advertisement

এমনিতে নিজের গড়েই দাঁড়িয়েছিলেন যোগী। গোরক্ষপুর (Gorakhpur) লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ তিনি। তবে এবারই প্রথম বিধানসভা আসনে লড়লেন। গোরক্ষনাথ মঠের ‘মহারাজজি’র হয়ে তুমুল প্রচার চালিয়েছিল গেরুয়া শিবির। তথাপি খানিক চিন্তায় ছিল দল। একদিকে যেমন, এই আসনে প্রচার চালাতে কোনও কসুর করেনি সমাজবাদী পার্টি, অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে ছিলেন ‘ভীম আর্মি’র প্রধান চন্দ্রশেখরও। তথাপি বিরাট জয় ছিনিয়ে নিয়ে নিজের দাপট বুঝিয়ে দিয়েছেন যোগী।

[আরও পড়ুন: দলীয় কোন্দলেই পাঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের? কাঠগড়ায় সিধু]

শুধু ১ লক্ষ ২ হাজার ভোটের ব্যবধানে জয়ই নয়, যোগীর পক্ষে শতাংশের হিসেবও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গোরক্ষপুর কেন্দ্রের মোট ভোটের ৬৪.৯৬ শতাংশ গিয়েছে যোগীর পক্ষে। অনেকে পিছনে রয়েছেন সমাজবাদী পার্টির শুভাবতী শুক্লা। তিনি পেয়েছেন মাত্র ২৫.৮৬ শতাংশ ভোট।

অন্যদিকে করহাল বিধানসভা কেন্দ্রে লড়েন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। যোগীর মতোই যে কেন্দ্রে দাঁড়ান অখিলেশ, তা তাঁর চেনা মুল্লুক। এই আসনে ২০১২ সাল থেকেই জিতে আসছেন যাদবরা। দল উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করতে না পারলেও নিজের গড়ে জয়ের ধারা অব্যাহত রেখেছেন অখিলেশ। তবে যোগীর তুলনায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে সমাজবাদী পার্টি প্রধানের ভোটের ব্যবধান অনেকটাই কম।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে যোগীর ঐতিহাসিক জয় কোন ম্যাজিকে? রইল ৫ কারণ]

করহাল বিধানসভায় অখিলেশ পেয়েছেন ৬০.১২ শতাংশ ভোট। তাকে টক্কর দেওয়া বিজেপির এসপি সিং বাঘেল পেয়েছেন ৩২.৭৪ শতাংশ ভোট। অর্থাৎ ব্যক্তিগত স্তরে তথা সম্মানের লড়াইয়ে হার হয়েছে ‘বাবুয়া’র, দাপট দেখিয়েছেন গোরক্ষনাথ মঠের ‘মহারাজ’জি।

প্রসঙ্গত, এদিন উত্তরপ্রদেশে ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার পর কর্মী, সমর্থকদের সঙ্গে লখনউয়ের বিজেপি পার্টি অফিসে দেখা যায় যোগী আদিত্যনাথকে। সেখানে তিনি বলেন, “এটা মোদির জয়, সুশাসনের জয়, উন্নয়নের প্রতিফলন”।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement