সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ। তার ঠিক আগেই ওয়াকফ বোর্ডের এক সদস্যের অভিযোগ ঘিরে শোরগোল। তাঁর দাবি, যেখানে মহাকুম্ভ হবে সেই জমি আসলে ওয়াকফ বোর্ডের। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফুঁসে উঠে বোর্ডকেই 'জমি মাফিয়া' বলে তোপ দাগলেন।
শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ''হাজার হাজার বছর ধরে কুম্ভ ভারতের ঐতিহ্যের প্রতীক। চিরকাল এখানেই হয়ে এসেছে। এটা ওয়াকফ বোর্ড নয়, ল্যান্ড মাফিয়াদের বোর্ড!'' সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, সরকার সমস্ত দখলীকৃত জমি নিয়ে তদন্ত করে দেখছে। তাঁর দাবি, ''যখনই 'ওয়াকফ' শব্দটি দেখতে পাওয়া যাবে, তদন্ত করে দেখা হবে আসলে কার নামে এই জমি ছিল। তারপর সঠিক মালিকের হাতে তা তুলে দেওয়ার চেষ্টা করা হবে।''
এরই পাশাপাশি মন্দির-মসজিদ বিতর্কেও মুখ খোলেন যোগী। তাঁর মন্তব্য, ''ঐতিহ্য পুনরুদ্ধার করা খারাপ কিছু নয়। বিতর্কিত স্থাপনাগুলিকে মসজিদ বলা উচিত নয়। ভারত কখনওই মুসলিম লিগের মানসিকতা মেনে চলবে না।'' কয়েকদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত উদ্বেগ প্রকাশ করেছিলেন মন্দির-মসজিদ বিতর্ক নিয়ে। এই ধরনের ইস্যু থেকে সতর্ক থাকার নিদান দিয়েছিলেন তিনি। আর এই পরিস্থিতিতেই এমন মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সম্প্রতি প্রশ্ন উঠেছে, উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদ কি হরিহর মন্দির? ১৮৭৫ সালের এএসআই রিপোর্টে বলা হয়েছিল মসজিদের ভিতরে এবং বাইরে যে স্তম্ভগুলি রয়েছে সেগুলির স্থাপত্য প্রাচীন হিন্দু মন্দিরের মতো। যা প্লাস্টার করে লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল। এই নিয়ে বিতর্কের মধ্যেই এবার এমন মন্তব্য যোগী আদিত্যনাথের।