জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে প্রথমে ধর্ষণ। সেই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে রাখা। সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ব্ল্যাকমেল করে লাগাতার চলত ধর্ষণ। নারকীয় এই ঘটনা ঘটছিল উত্তর ২৪ পরগনার বনগাঁর ঠাকুরনগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম রাজু বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু বিশ্বাসের প্রতিবেশী ওই মহিলা। এলাকার বাজারে তাঁদের দুজনেরই দোকান আছে। সেজন্য দুজনের পরিচয়ও দীর্ঘদিনের। সেই সূত্রেই দুর্গাপুজোর সময় মার্কেটের একটি দোতলা ফাঁকা ঘরে অভিযুক্ত নিয়ে যান ওই মহিলাকে। এরপর ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়েছিল। সেই পানীয়তেই মাদক মেশানো ছিল। পানীয় খেয়ে বেহুঁশ হয়েছিল ওই মহিলা।
অভিযোগ, সেই সুযোগে তাঁকে ধর্ষণ করেন রাজু। শুধু তাই নয়, সেই ঘটনা রেকর্ড করতে রাখা হয়েছিল। এরপর থেকেই চলছিল ব্ল্যাকমেল। কথা না শুনলে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। সেই কথা বলে এরপর থেকে শুরু হয় ধর্ষণ করা। গত কয়েক মাস ধরে ওই মহিলাকে লাগাতার ধর্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত সব ভুলে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। রবিবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজু বিশ্বাসকে গ্রেপ্তার করে। বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।