সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দায় ওলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল কুস্তিগির সুলতান আলিকে৷ কুস্তিতে দেশকে সোনাও এনে দিয়েছিলেন সলমন ওরফে সুলতান৷ বাস্তবের মাটিতে একই লক্ষ্যে বর্তমানে রিওয় লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা৷ আর ঠিক সেই সময় প্রেক্ষাগৃহ ছাপিয়ে সুদূর ওলিম্পিকের মঞ্চে পৌঁছে গেল সুপারহিট ‘সুলতান’ না৷ ছবির নায়ক-নায়িকা সলমন বা অনুষ্কা শর্মা কেউই রিওয় পাড়ি দেননি৷ বরং ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের জন্য উদ্বুদ্ধ করতে অভিনব পদক্ষেপ নিল যশ রাজ ফিল্মস৷
মুক্তির পরই বক্স-অফিসে ঝড় তুলেছিল যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’৷ ভারতের বাজারে ইতিমধ্যেই ৩০০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে সলমন খানের এই ছবি৷ বিশ্বের বাজার থেকে ‘সুলতান’-এর ঝুলিতে ঢুকেছে ৫৮৪ কোটি টাকা৷ তাই সেলিব্রেশনের মেজাজে রয়েছে প্রযোজক সংস্থা৷ ছবি থেকে লাভের টাকা শুধু সাক্সেস পার্টিতেই খরচ করছেন না প্রযোজকরা৷ বরং একটু অন্যভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে সেই ক্রীড়াজগৎকে, যে প্রেক্ষাপট সুপারহিট করেছে ‘সুলতান’কে৷ আর তাই রিওতে ভারতীয় প্রতিযোগীদের জয়ের জন্য উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছে প্রযোজক সংস্থা৷ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, রিও ওলিম্পিকে যে ভারতীয় অ্যাথলিটরা সোনা জিতবেন, তাঁদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা দেওয়া হবে৷
এমন প্রয়াস উঠতি খেলোয়াড়দের ভবিষ্যতে ভাল পারফর্ম করতে অনুপ্রেরণা দেবে বলেই মনে করছে ক্রীড়ামহল৷
The post ওলিম্পিয়ানদের জন্য বিশেষ পুরস্কার যশ রাজ ফিল্মসের appeared first on Sangbad Pratidin.