shono
Advertisement
Pakistan Test coach

পাক ক্রিকেটে ফের ডামাডোল, চুক্তি শেষের মাত্র ৩ মাস আগে ছাঁটাই কোচ

কেন এমন সিদ্ধান্ত পিসিবির?
Published By: Subhajit MandalPosted: 07:43 PM Dec 30, 2025Updated: 07:43 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোচের পদ নিয়ে রীতিমতো মিউজিক্যাল চেয়ার চলছে। মার্চ মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। সেই আজহার মাহমুদকেও এবার ছেঁটে ফেলল পাক বোর্ড।

Advertisement

টেস্ট দলের হেডকোচের পদে মাত্র একটা সিরিজের দায়িত্বে ছিলেন আজহার। তাতে নেহাত মন্দ পারফর্ম করেননি। বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-১ ম্যাচে সিরিজ ড্র করেন। তাও তাঁকে ছেঁটে ফেলা হল। পাক বোর্ড সূত্রের খবর, আগামী মার্চ মাসেই মাহমুদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগে পাকিস্তান আর কোনও টেস্ট খেলবে না। তাছাড়া প্রাক্তন এই অলরাউন্ডার ছিলেন অস্থায়ী কোচ। তাঁকে স্থায়ীকরণের কথা ভাবা হয়নি। স্থায়ীভাবে অন্য কাউকে কোচ নিয়োগ করতে চায় পিসিবি। সেকারণেই ছেঁটে ফেলা হয়েছে আজহারকে।

তবে অন্য কথাও শোনা যাচ্ছে। প্রাক্তন এই অলরাউন্ডারের কাজে বিরক্ত পিসিবি কর্তারা। পাক দলের নির্বাচক আকিব জাভেদও আজহারের কাজে খুশি নন। তাঁর কোচিং করানোর পদ্ধতি পছন্দ হচ্ছে না তাঁর। সেকারণেই তাঁকে স্থায়ীকরণ করার কথা ভাবা হয়নি। তাছাড়া বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানের জাতীয় দলের কোচ এবং সহকারী কোচের পদ নিয়ে একপ্রকার 'মেরি গো রাউন্ড' চলছে। কাউকেই যেন স্থায়ীভাবে কোচের পদে রাখা হচ্ছে না। আসলে গোটা পাকিস্তানের মতো পিসিবিতেও ঘোর অস্থিরতা চলছে। যার ফলে বলি হতে হল আজহারকেও।

জাতীয় দলের সহকারী কোচ এবং সিনিয়র দলের সঙ্গে নানান ভূমিকায় দেখা গিয়েছে আজহারকে। পূর্ববর্তী ম্যানেজমেন্ট আজহার মাহমুদের সঙ্গে চুক্তি করেছিল। নতুন ম্যানেজমেন্ট তাঁকে দীর্ঘদিন ধরেই ছেঁটে ফেলার চেষ্টা করছিল। যদিও আর্থিক সমস্যায় সেটা হচ্ছিল না। এবার সুযোগ বুঝেই মাহমুদকে ছেঁটে ফেলা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোচের পদ নিয়ে রীতিমতো মিউজিক্যাল চেয়ার চলছে।
  • মার্চ মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল।
  • সেই আজহার মাহমুদকেও এবার ছেঁটে ফেলল পাক বোর্ড।
Advertisement