shono
Advertisement
Horoscope News 2026

২০২৬-এর প্রথম দিনেই চার গ্রহের মহামিলন, বিরাট সৌভাগ্যের অধিকারী এই রাশিগুলি

বাড়বে সম্পত্তি, ব্যবসায় আসবে উপচে পড়া সুযোগ।
Published By: Buddhadeb HalderPosted: 08:45 PM Dec 27, 2025Updated: 08:45 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের ১লা জানুয়ারি মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা। বছরের প্রথম দিনেই চারটি প্রধান গ্রহের সংযোগ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই ঘটনা সাধারণ কোনও বিষয় নয়। এর ফলে বিশেষ চারটি রাশির জীবনে অভাবনীয় উন্নতি দেখা দেবে। বিশেষ করে আর্থিক অবস্থা এবং সম্পত্তির ক্ষেত্রে তৈরি হবে শুভ যোগ। বৃহস্পতি, শনি, মঙ্গল এবং বুধের বিশেষ অবস্থান মানুষের কর্মফল ও ভাগ্যে বড় পরিবর্তন আনতে চলেছে। বৃহস্পতির প্রভাবে জ্ঞান ও সমৃদ্ধি বাড়ে। শনি স্থিতিশীলতা দেয়। মঙ্গলের প্রভাবে বাড়ে সাহস এবং বুধ ব্যবসায়িক বুদ্ধিকে তীক্ষ্ণ করে।

Advertisement

মেষ রাশি: ২০২৬ সালের শুরুতেই আপনার সাহস নতুন করে আপনাকে এগিয়ে চলার পথ দেখাবে। নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বড় কোনও পদ পেতে পারেন। আর্থিক উন্নতি তরতরিয়ে হবে।

বৃষ রাশি: আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ বছরের প্রথম মাসেই সম্পূর্ণ হবে। আর্থিক দিক দিয়ে বছরটি দারুণ কাটবে। নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করলে দ্বিগুণ লাভ পাবেন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।

সিংহ রাশি: সামাজিক সম্মান বাড়বে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে। জানুয়ারির মধ্যভাগে লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে। বহুদিন ধরে চলা অর্থ সমস‌্যা কেটে যাবে।

ধনু রাশি: আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে নতুন বছরের শুরুতেই। নতুন কোনও সম্পত্তি কেনার এটাই সেরা সময়। বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসায় বড় ধরনের উন্নতির সম্ভাবনা। চাকরিজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন।

জরুরি পরামর্শ
১.
বছরের প্রথম দিন থেকেই নতুন কোনও কাজ শুরু করতে পারেন।
২. বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।
৩. গ্রহের শুভ প্রভাব কাজে লাগাতে মন শান্ত রাখুন এবং নিয়মিত ধ্যান করুন।
৪. ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপের কথা ভাবলে তা ইতিবাচক হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের প্রথম দিনেই চারটি প্রধান গ্রহের সংযোগ হতে চলেছে।
  • এর ফলে বিশেষ চারটি রাশির জীবনে অভাবনীয় উন্নতি দেখা দেবে।
  • বৃহস্পতি, শনি, মঙ্গল এবং বুধের বিশেষ অবস্থান মানুষের কর্মফল ও ভাগ্যে বড় পরিবর্তন আনতে চলেছে।
Advertisement