shono
Advertisement
Vastu Tips

কেরিয়ার ডাউন? বছর শুরুর আগেই অফিস ডেস্ক থেকে সরিয়ে ফেলুন এই ৫ জিনিস

অজান্তেই থমকে গিয়েছে আপনার পদোন্নতি ও আয়!
Published By: Buddhadeb HalderPosted: 08:27 PM Dec 26, 2025Updated: 08:27 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস ডেস্ক কেবল আসবাব নয়। এটি আপনার সাফল্যের শক্তিকেন্দ্র। আপনার পেশাদার পরিচয় এবং সমৃদ্ধির ধারক। বাস্তুশাস্ত্র মতে, আমাদের চারপাশের পরিবেশ আমাদের কর্মক্ষমতা এবং ভাগ্যকে সরাসরি নিয়ন্ত্রণ করে। ডেস্কে জমে থাকা নেতিবাচক বস্তু আপনার অগ্রগতি আটকে দিতে পারে। কিন্তু ঠিক কোন জিনিসগুলি তা কি জানেন? আপনার উন্নতি ও আয় থমকে থাকলে এখনই এগুলি নিজের ডেস্ক থেকে সরিয়ে ফেলুন। জেনে নিন কোন ৫টি জিনিস আজই আপনার টেবিল থেকে সরানো জরুরি।

Advertisement

১) কাজের জায়গায় ভাঙা কলম, চটা শোপিস বা খারাপ হয়ে যাওয়া মাউস রাখবেন না। বাস্তু মতে, ভাঙা জিনিস নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এটি আপনার কাজে অসম্পূর্ণতা এবং আর্থিক ক্ষতির পথ প্রশস্ত করে।

২) প্রয়োজন নেই এমন পুরনো কাগজ, বিল বা নথি টেবিলের এক কোণে জমিয়ে রাখবেন না। এই জঞ্জাল আপনার চিন্তাশক্তিকে এলোমেলো করে দিতে পারে। কেরিয়ারে নতুন সুযোগ আসার পথে এটি বড় অন্তরায়।

৩) অনেকেই ডেস্কে ইনডোর প্ল্যান্ট রাখেন। কিন্তু সেই গাছ শুকিয়ে গেলে বা ফুল বাসি হয়ে গেলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। শুকনো গাছ ইতিবাচক শক্তি শুষে নেয় এবং কর্মক্ষেত্রে অবসাদ ও হতাশা তৈরি করে।

৪) খাওয়ার পর এঁটো প্লেট বা নোংরা চায়ের কাপ টেবিলে ফেলে রাখা অত্যন্ত অশুভ। এটি কেবল অস্বাস্থ্যকর নয়, বাস্তু মতে এটি রাহু ও কেতুর কুপ্রভাব বাড়িয়ে দেয়। ফলে যেকোনও গঠনমূলক কাজ থেকে আপনার দৃষ্টি সরে যেতে বাধ্য।

৫) ডেস্কে কখনও যুদ্ধ, বন্য প্রাণীর লড়াই বা দুঃখজনক কোনও ছবি রাখবেন না। এর বদলে সূর্যোদয়, বহমান জল বা কোনও অনুপ্রেরণামূলক উদ্ধৃতি রাখুন। এটি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং মানসিক শান্তি বৃদ্ধিতে সাহায্য করে।

জ্যোতিষ টিপস
অফিস ডেস্কের উত্তর-পূর্ব কোণে একটি ছোট স্ফটিক (Crystal) বা কাচের গ্লাসে পরিষ্কার জল রাখতে পারেন। এটি আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। কেরিয়ারে স্থিরতা আনবে। আজই আপনার ডেস্ক গুছিয়ে নিন। সাফল্যের নতুন দুয়ার খুলে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডেস্কে জমে থাকা নেতিবাচক বস্তু আপনার অগ্রগতি আটকে দিতে পারে।
  • আপনার উন্নতি ও আয় থমকে থাকলে এখনই এগুলি নিজের ডেস্ক থেকে সরিয়ে ফেলুন।
  • জেনে নিন কোন ৫টি জিনিস আজই আপনার টেবিল থেকে সরানো জরুরি।
Advertisement