সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস ডেস্ক কেবল আসবাব নয়। এটি আপনার সাফল্যের শক্তিকেন্দ্র। আপনার পেশাদার পরিচয় এবং সমৃদ্ধির ধারক। বাস্তুশাস্ত্র মতে, আমাদের চারপাশের পরিবেশ আমাদের কর্মক্ষমতা এবং ভাগ্যকে সরাসরি নিয়ন্ত্রণ করে। ডেস্কে জমে থাকা নেতিবাচক বস্তু আপনার অগ্রগতি আটকে দিতে পারে। কিন্তু ঠিক কোন জিনিসগুলি তা কি জানেন? আপনার উন্নতি ও আয় থমকে থাকলে এখনই এগুলি নিজের ডেস্ক থেকে সরিয়ে ফেলুন। জেনে নিন কোন ৫টি জিনিস আজই আপনার টেবিল থেকে সরানো জরুরি।
২) প্রয়োজন নেই এমন পুরনো কাগজ, বিল বা নথি টেবিলের এক কোণে জমিয়ে রাখবেন না। এই জঞ্জাল আপনার চিন্তাশক্তিকে এলোমেলো করে দিতে পারে। কেরিয়ারে নতুন সুযোগ আসার পথে এটি বড় অন্তরায়।
৩) অনেকেই ডেস্কে ইনডোর প্ল্যান্ট রাখেন। কিন্তু সেই গাছ শুকিয়ে গেলে বা ফুল বাসি হয়ে গেলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। শুকনো গাছ ইতিবাচক শক্তি শুষে নেয় এবং কর্মক্ষেত্রে অবসাদ ও হতাশা তৈরি করে।
৪) খাওয়ার পর এঁটো প্লেট বা নোংরা চায়ের কাপ টেবিলে ফেলে রাখা অত্যন্ত অশুভ। এটি কেবল অস্বাস্থ্যকর নয়, বাস্তু মতে এটি রাহু ও কেতুর কুপ্রভাব বাড়িয়ে দেয়। ফলে যেকোনও গঠনমূলক কাজ থেকে আপনার দৃষ্টি সরে যেতে বাধ্য।
৫) ডেস্কে কখনও যুদ্ধ, বন্য প্রাণীর লড়াই বা দুঃখজনক কোনও ছবি রাখবেন না। এর বদলে সূর্যোদয়, বহমান জল বা কোনও অনুপ্রেরণামূলক উদ্ধৃতি রাখুন। এটি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং মানসিক শান্তি বৃদ্ধিতে সাহায্য করে।
জ্যোতিষ টিপস
অফিস ডেস্কের উত্তর-পূর্ব কোণে একটি ছোট স্ফটিক (Crystal) বা কাচের গ্লাসে পরিষ্কার জল রাখতে পারেন। এটি আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। কেরিয়ারে স্থিরতা আনবে। আজই আপনার ডেস্ক গুছিয়ে নিন। সাফল্যের নতুন দুয়ার খুলে যাবে।
