সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনচারেক পেরলেই নতুন বছর। স্বাভাবিকভাবেই সকলের চোখেই নতুন স্বপ্ন। কিন্তু তা পূরণ হবে কি না, সেই প্রশ্নও উঁকি দিচ্ছে মনে। তাই সকলেই চেষ্টা করছেন জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বের সহযোগিতায় আগেভাগে জেনে নেওয়ার যে কেমন কাটবে আগামীবছর। চলুন জেনে নেওয়া যাক ছাব্বিশে কোন খাতে বইবে ৭ জন্মসংখ্যার জাতকদের জীবন।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ রবির। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। আর ৭ সংখ্যাটি হল কেতুর। জ্যোতিষশাস্ত্র বলে, কেতু ও রবির সম্পর্ক বেশ জটিল। তবে এদের সংযোগ জাতকদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনে। সংখ্যাতত্ত্বও বলছে সেকথাই। আগামী বছর অপ্রত্যাশিত উত্থান-পতনের সাক্ষী হতে হবে ৭ জন্মসংখ্যার জাতকদের। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে পদোন্নতি হলেও হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের উত্থান যেমন হবে, পতনের সম্ভাবনাও প্রবল। ছাব্বিশে ভুলেও অনৈতিক পথে উপার্জনের কথা ভাববেনও না। সৎ পথে থাকলে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে না। অন্যথায় বড় ক্ষতির মুখে পড়তে পারেন।
তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতনতা প্রয়োজন। মানসিক চাপের পাশাপাশি একাধিক শারীরিক সমস্যার সম্ভাবনা রয়েছে। ভোগাতে পারে দাঁত ও হাড়ের সমস্যা। জল পানের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন। জলবাহিত রোগে ভোগান্তির সম্ভাবনা। চেষ্টা করুন রাস্তাঘাটের খাবার না খাওয়ার। তবে প্রেমজীবনে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়াবেন না। ৭ জন্ম সংখ্যার জাতক যারা আগামী বছর বিয়ের চিন্তাভাবনা করছিলেন, তাঁরা ভুলেও তাড়াহুড়ো করবেন না। অপেক্ষা করুন, ধীরে সুস্থে পদক্ষেপ না করতে বিপদ ঘটতে পারে।
[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
