shono
Advertisement

Breaking News

Ajker Rashifal

২১ জুলাই রাশিফল: ভেবে সিদ্ধান্ত নিন বৃষ রাশির জাতকরা, কর্কট রাশির কাছে সুযোগের হাতছানি

কেমন কাটবে আজকের আপনার দিন?
Published By: Subhankar PatraPosted: 12:02 AM Jul 21, 2025Updated: 03:01 PM Jul 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: আজ ভালো খবর পেতে পারেন। যা কেরিয়ারে প্রভাব ফেলবে। এমন একজনের দেখা হবে যিনি আপনাকে সঠিক পথ দেখাবে। কেউ কিছু বললে তা শুনুন। ধৈর্য্য হারাবেন না। জীবনে বড় পরিবর্তন আসতে পারে।

বৃষ রাশি: কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা। তাড়াহুড়ো করবেন না। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। যা আপনার ছেলেবেলার দিনগুলি মনে করাবে। তবে জীবনের অপর নাম পরিবর্তন। একথা বুঝতে হবে।

মিথুন রাশি: আজকে আপনি যা সিদ্ধান্ত নেবেন আগামীতে তার চরম প্রভাব পড়বে।তাই সাবধানী হন। বুদ্ধির জেরে প্রতিকূলতা কে জয় করবেন। বুঝে-শুনে কথা বলুন। কেউ আপনার কথার ভুল অর্থ করতে পারে।

কর্কট রাশি: আজকের দিন নতুন সুযোগ নিয়ে আসবে। পরিবার বা কাছের বন্ধুর থেকে সুসংবাদ পেতে পারেন। পরিবারে সুখ থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আজকে মনের কথা শুনুন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বক্তা হিসাবে সুনাম বাড়বে। অফিসে বসের সুনজরে পড়তে পারেন।

কন্যা রাশি: ধৈর্য ধরুন। আজকে সবকিছু আপনার মতো না হতেও পারে। হতাশ হবেন না। সঠিক সময়ে ফল পাবেন। অতিরিক্ত চিন্তা করবেন না, স্বাস্থ্যে প্রভাব ফেলবে।

তুলা রাশি: সত্য কথা বলতে ভয় পাবেন না। কাছের মানুষকে মনের কথা বলে ফেলুন। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে খুব চাপ থাকতে পারে। সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। কথাবার্তায় সাবধানী হন।

ধনু রাশি: আজকের দিনটি পরিবর্তন নিয়ে আসবে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ লক্ষ করা যাচ্ছে। পরিবর্তনকে মেনে নিন। স্বাস্থ্য ভালো থাকবে।

মকর রাশি: কাছের কেউ আপনার কাছে পরামর্শ চাইতে পারেন। সাবধানে কথা বলুন। পরিবারে শান্তি আসবে। চাকরিস্থানেও ভালো ফল পাবেন।

কুম্ভ রাশি: কোনও প্রতিকূলতার সামনে পড়লে তার মোকাবিলা করুন। মন শান্ত রাখুন। অপ্রত্যাশিত খবর জীবনে পরিবর্তন আনবে।

মীন রাশি: অজানা উৎস থেকে আর্থিকলাভ পেতে পারেন। আপনার একগুঁয়ে স্বভাব আপনার পিতামাতার মনের শান্তি নষ্ট করতে পারে। ব্যবসায়িক অংশীদার থেকে ভালো ব্যবহার পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলানো ভারি মুশকিল।
  • সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র।
  • কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল।
Advertisement