shono
Advertisement
Astrology

আত্মবিশ্বাসে ভরপুর, সৌভাগ্যের অধিকারী, মানুষ হিসেবে কেমন আগস্টের জাতক-জাতিকা!

অগাস্ট মাসের জাতক জাতিকারা অন্যদের থেকে অনেকটাই আলাদা।
Published By: Buddhadeb HalderPosted: 07:47 PM Jul 31, 2025Updated: 07:47 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরে বারোটি মাস। আর এই বারোটি মাসের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জাতকের উপর সেই জন্মমাসের প্রভাব থাকে। ব্যতিক্রম নয় আগস্টও। হিন্দু ধর্মে এই মাসের আলাদা এক মহিমা রয়েছে। একদিকে চলছে পবিত্র শ্রাবণ। অন্যদিকে হিন্দু পঞ্জিকা মতে, এই সময় শ্রীবিষ্ণু যোগনিদ্রায় আসীন থাকেন। তাই, এই মাসে জন্মানো জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ঠ্য অন্যদের থেকে অনেকটাই আলাদা।

Advertisement

আগস্ট মাসে জন্মানো জাতক-জাতিকাদের এই চারিত্রিক বৈশিষ্ঠ্যগুলি জেনে নেওয়া যাক।

(১) আগস্ট মাসে জন্মানো জাতক জাতিকার মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে। যেকোনও কাজে তাঁরা নেতৃত্ব দিতে সক্ষম। এমনকী যেকোনও বড় দায়িত্ব গ্রহণ করতে তাঁরা পিছুপা হন না। সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মতো দুর্দান্ত প্রতিভা রয়েছে আগস্টের জাতক জাতিকাদের।

(২) আগস্ট মাসে জন্মানো সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকারা শিল্প সাহিত্যে স্বকীয়তার স্বাক্ষর রাখেন।

(৩) সূর্যদেব এঁদের সহায়ক হন। তাই, ধর্মীয় বিশ্বাস এই জাতকদের মধ্যে বেশি দেখা যায়। নিজের সর্বোচ্চ দিয়ে অন্যের পাশে থাকেন সবসময়। যেকোনও সম্পর্কের প্রতি এঁরা সৎ হন। আগস্ট মাসে জন্মানো জাতকেরা বৈভবশালী হন। বন্ধুবাধব বা পরিবারের প্রতি নিজের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেন।

(৪) এই মাসের জাতক জাতিকাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা দেখা যায়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জন না হওয়া পর্যন্ত তাঁরা তিষ্ঠান না।

(৫) এই জাতকরা দারুণ ভাগ্যের অধিকারী হন। এমনকী কম পরিশ্রমেও খুব ভালো ফল লাভ করেন। ভাগ্য এঁদের সহায়ক।

(৬) এঁরা খুব সন্দেহবাতিক হন। একবার কাউকে সন্দেহ করতে শুরু করলে কিংবা কারও সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করলে শেষ জীবন পর্যন্ত এঁরা সেই ধারণাই মনে ধরে রাখেন।

(৭) এঁরা অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। নিজ গুণ-কীর্তন শুনতে পেলে আর অন্য কিছু চাই না। অবশ্য এরা মনের দিক থেকে অত্যন্ত সৎ হন। ভালো মনের মানুষ হিসেবে তাঁরা বন্ধুমহলে দারুণ জনপ্রিয়তা পেয়ে থাকেন।

(৮) খুব সহজেই কোনও মানুষকে নিজের করে নেওয়ার ক্ষমতা রয়েছে আগস্টের জাতক জাতিকাদের। এঁরা দৃঢ় মানসিকতার হয়ে থাকেন। অনেক সময় অতিরিক্ত স্বাধীনচেতা হওয়ার জন্য জীবনের ভালো সুযোগককে এঁরা ফিরিয়ে দেন। ফলে ভাগ্যোদয়ের পথে বাধা দেখা দেয়।

আগস্টে জন্মানো জাতক জাতিকারা যেহেতু সূর্য প্রধান হন, তাই প্রতিদিন স্নানের পর সূর্যকে নিয়মিত জলের অর্ঘ্য দিলে জীবনে উন্নতি করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, জাতকের উপর সেই জন্ম মাসের প্রভাব থাকে।
  • হিন্দু ধর্মে এই মাসের আলাদা এক মহিমা রয়েছে।
  • অগাস্ট মাসে জন্মানো জাতক-জাতিকাদের এই চারিত্রিক বৈশিষ্ঠ্যগুলি জেনে নেওয়া যাক।
Advertisement