shono
Advertisement
Horoscope

অক্ষয়-তৃতীয়ার আগে শনিদেবের গোচর! অর্থনৈতিক, মানসিক শান্তি বিঘ্নিত হবে এই রাশির জাতক-জাতিকার

২৮ এপ্রিল শনিদেবতা উত্তরভাদ্রপদে গোচর করতে চলেছেন।
Published By: Subhankar PatraPosted: 06:24 PM Apr 26, 2025Updated: 06:29 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মফল ও ন্যায়ের দেবতা শনিদেব। যে রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের নজর পড়ে তাঁদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় বলে মত। কিন্তু দেবতা আসলে সেরাটা বার করে নিয়ে আসেন বলেই অন্য অংশের মত। অক্ষয় তৃতীয়ার আগে আগামী ২৮ এপ্রিল শনিদেবতা উত্তরভাদ্রপদে গোচর করতে চলেছেন। ৩ অক্টোবর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তিনি। যার ফলে কয়েকটি রাশির উপর তার কুপ্রভাব পড়বে। সেই তালিকায় রয়েছে ধনু, কর্কট, সিংহ, বৃশ্চিক রাশি। জ্যোতিষশাস্ত্র এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে পরামর্শ দিচ্ছে।

Advertisement

ধনু রাশি: শনিদেবের এই গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকারা ভীষণ সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রের যে-কোনও ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। অফিসের রাজনীতিতে জড়াবেন না। কর্ম সম্পর্কিত কোনও পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা-ভাবনা করুন। মূল্যবান জিনিস সামলে রাখুন। এই সময়ে তা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: শনিদেবতার এই গোচেরের ফলে কর্কট রাশির জাতর-জাতিকাদের কর্ম, সম্পর্ক, অর্থনৈতিক প্রায় সর্বক্ষেত্রেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই সময়ে প্রিয়জনের সঙ্গে কোনও বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থের দিক থেকেও সতর্ক থাকতে হবে। কোনও বড় বিনিয়োগের ঝুঁকি না নেওয়াই শ্রেয়। কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে আত্মীয়দের ধার দেবেন না। 

সিংহ রাশি: এই সময়ে সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। শনির গোচরে নিজের সঙ্গে সন্তানের স্বাস্থ্যেও প্রভাব পড়তে পারে। চলাফেরায় সতর্কতা রাখা জরুরি।

বৃশ্চিক রাশি: শনিদেবের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। একাকীত্ব ভীষণভাবে ভোগাতে পারে বলে অনুমান। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন না হলে কর্মক্ষেত্রে বা পরিবারে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কর্মফল ও ন্যায়ের দেবতা শনিদেব। যে রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবতার নজর পড়ে তাঁদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় বলে মত।
  • কিন্তু দেবতা আসলে সেরাটা বার করে নিয়ে আসেন বলেই অন্য অংশের মত।
  • অক্ষয় তৃতীয়ার আগে আগামী ২৮ এপ্রিল শনিদেবতা উত্তরভাদ্রপদে গোচর করতে চলেছেন।
Advertisement