সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ বিদায়ের পথে। হাতে গোনা কয়েকটা দিন পরই নতুন বছর। স্বাভাবিকভাবেই সকলের চোখেই নতুন স্বপ্ন। পুরনো বছরের ভুলভ্রান্তি শুধরে নিয়ে নতুন করে শুরুর প্ল্যান। কিন্তু যা চাওয়া হয়, তা-ই মেলে? সকল পরিকল্পনাই কি সফল হয়? উত্তর হল, না! জ্যোতিষশাস্ত্র বলে, জীবন কোন খাতে বইবে তা খানিকটা নির্ভর করে গ্রহের উপর। একইভাবে সংখ্যাতত্ত্বও বলে দেয়, কোন বছর কেমন কাটতে পারে জীবন। চলুন আজ জেনে নিন সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৬ সাল কেমন কাটবে ৫ জন্মসংখ্যার জাতকদের।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ রবির। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। এই বছরটি ৫ জন্মসংখ্যার জাতকদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চাকরি বা ব্যবসা যে পেশায় যুক্ত হন না কেন, উন্নতি আসবেই। দীর্ঘদিন ধরে চাকরি বদলের চিন্তাভাবনা করে থাকেন, নতুন বছরে সেই আশা পূরণ হবে। পড়ুয়াদের জন্যও ভালো সময়। তবে অযথা বিতর্কে না জড়ানোই শ্রেয়। কারও কোনও কথা আপনার পছন্দ না-ই হতে পারে, সেক্ষেত্রে বাকবিতণ্ডায় না জড়িয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে খরচে রাশ টানতেই হবে।
তবে কেরিয়ারে উন্নতি থাকলেও শরীর-স্বাস্থ্য নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। দুর্ঘটনার সম্ভাবনা প্রবল ৫ জন্মসংখ্যার জাতকদের। যারা গাড়িতে যাতায়াত করেন, তাদের অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। স্ত্রীরোগের সম্ভাবনা রয়েছে। নাক-কান-গলা নিয়েও ভুগতে হতে পারে। নিশ্চয়ই ভাবছেন ভালো-মন্দ মেশানো ২০২৬-এ প্রেমজীবন কেমন কাটবে? নাহ, তা নিয়ে চিন্তা করতে হবে না। যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন এবারই চার হাত এক হতে তাঁদের। একাকী জীবনে দেখা পেতে পারেন জীবনসঙ্গীর।
[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
