shono
Advertisement
Horoscope

শীতপ্রেমীর সঙ্গে ডেটিং পছন্দ? রাশিফলই বলে দেবে শীতকাল কার প্রিয় ঋতু

আপনি শীতপ্রেমী নাকি শীতকাতুরে?
Published By: Subhankar PatraPosted: 06:19 PM Jan 11, 2025Updated: 06:19 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে কুয়াশা ঘেরা রাস্তা। শীতের ফুরফুরে হাওয়া। গাছের ফাঁকে গলে আসা বিকেলের মিঠে রোদ। রাতের ফাঁকা পথে হাওয়ার দাপট। নিঃশব্দ রাতে কম্বল মুড়ি দিয়ে ভূতের গল্প পড়ে, মাথা বার করার ভয়! শীত মানে আরও কত কী! কিন্তু সবার কি শীত পছন্দের? একেবারেই নয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশির জাতক-জাতিকা শীত পছন্দ করেন। তাঁরা কারা?

Advertisement

বৃষরাশি: এই রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী হন। শীত ঋতু তাঁদের খুব পছন্দের। শীতে উষ্ণতা চান তাঁরা। এই ঋতুর খামখেয়ালিপনা পছন্দ এই জাতক-জাতিকাদের।

বৃশ্চিক রাশি: চরিত্রগত দিক থেকে এই রাশির জাতক-জাতিকারা নাটকীয়তায় ভরা। শীতের খামখেয়ালিপনা, আবেগঘন প্রকৃতিতে বারবার আকৃষ্ট হন তাঁরা। কুয়াশাছন্ন সকালের রহস্য, গাছের ঝড়া পাতা, শীতের রাতে ঝড়ো হাওয়া এই রাশির জাতকদের পছন্দের বলে মনে করা হয়।

মকর রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয়, এই রাশির অধিকাংশ জাতক-জাতিকা শীতকালে জন্মান। শীতের আবহাওয়ার সঙ্গে তাঁদের জন্মগত যোগ রয়েছে। মনোরম পরিবেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেন তাঁরা।

কুম্ভ রাশি: শীতকালে প্রকৃতি সেজে ওঠে। সেই সৌন্দর্য প্রবলভাবে আর্কষণ করে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এই শীতের সময় তাঁরা আরও সতেজ থাকে বলে মত জ্যোতিষশাস্ত্রের।

মীন রাশি: শীতের পরিবেশ এই রাশির জাতক-জাতিকাদের কাছে খুশির সময় বয়ে আনে। শীতের শান্ত সন্ধ্যা, নদীর পাড়, বরফ এই রাশির জাতকরা খুব পছন্দ করেন বলে মনে করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকালে কুয়াশা ঘেরা রাস্তা। শীতের ফুরফুরে হাওয়া। গাছের ফাঁকে গলে আসা বিকালের মিঠে রোদ। রাতের ফাঁকা রাস্তায় হাওয়ার দাপট।
  • নিশব্দ রাতে কম্বল মুড়ি দিয়ে ভূতের গল্প পড়ে, মাথা বার করার ভয়। শীত মানে আরও কত কী! কিন্তু সবার সেই কী শীত পছন্দের। একেই বারেই নয়।
  • তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশির জাতক-জাতিকারা শীত পছন্দ করেন।
Advertisement