সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে কুয়াশা ঘেরা রাস্তা। শীতের ফুরফুরে হাওয়া। গাছের ফাঁকে গলে আসা বিকেলের মিঠে রোদ। রাতের ফাঁকা পথে হাওয়ার দাপট। নিঃশব্দ রাতে কম্বল মুড়ি দিয়ে ভূতের গল্প পড়ে, মাথা বার করার ভয়! শীত মানে আরও কত কী! কিন্তু সবার কি শীত পছন্দের? একেবারেই নয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশির জাতক-জাতিকা শীত পছন্দ করেন। তাঁরা কারা?
বৃষরাশি: এই রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী হন। শীত ঋতু তাঁদের খুব পছন্দের। শীতে উষ্ণতা চান তাঁরা। এই ঋতুর খামখেয়ালিপনা পছন্দ এই জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি: চরিত্রগত দিক থেকে এই রাশির জাতক-জাতিকারা নাটকীয়তায় ভরা। শীতের খামখেয়ালিপনা, আবেগঘন প্রকৃতিতে বারবার আকৃষ্ট হন তাঁরা। কুয়াশাছন্ন সকালের রহস্য, গাছের ঝড়া পাতা, শীতের রাতে ঝড়ো হাওয়া এই রাশির জাতকদের পছন্দের বলে মনে করা হয়।
মকর রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয়, এই রাশির অধিকাংশ জাতক-জাতিকা শীতকালে জন্মান। শীতের আবহাওয়ার সঙ্গে তাঁদের জন্মগত যোগ রয়েছে। মনোরম পরিবেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেন তাঁরা।
কুম্ভ রাশি: শীতকালে প্রকৃতি সেজে ওঠে। সেই সৌন্দর্য প্রবলভাবে আর্কষণ করে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এই শীতের সময় তাঁরা আরও সতেজ থাকে বলে মত জ্যোতিষশাস্ত্রের।
মীন রাশি: শীতের পরিবেশ এই রাশির জাতক-জাতিকাদের কাছে খুশির সময় বয়ে আনে। শীতের শান্ত সন্ধ্যা, নদীর পাড়, বরফ এই রাশির জাতকরা খুব পছন্দ করেন বলে মনে করা হয়।
