shono
Advertisement
Weekly Horoscope

২৫ মে-৩১ মে Horoscope: কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে বৃষ রাশির, বাকিদের রাশি কী বলছে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:28 AM May 25, 2025Updated: 11:32 AM May 25, 2025

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে চন্দ্র, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, সিংহে কেতু, কুম্ভে রাহু, মীনে শুক্র ও শনি। ৩১ মে সকাল ১১.৩৩ মিঃ শুক্র মেষে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের-পথ খুলবে। ভাইয়ের স্ত্রীকে নিয়ে পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো। বয়স্করা মানসিক চাঞ্চল‌্য দূর-করার জন্য ঈশ্বরের আরাধনা করুন। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। পারিবারিক দায়িত্ব-পালনে বড় ভূমিকা নিলেও সবার মন পাবেন না। অংশীদারী ব্যবসায় কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। গৃহে এই সময় মূল্যবান বৈদ্যুতিক পণ্য আসার সম্ভাবনা। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন।

বৃষ

সপ্তাহের শুরুতে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। এই সময় অতিরিক্ত মুনাফা আশা করবেন না। ব্যবসায় কোনও কর্মচারী আপনাকে বিপদে ফেলতে পারে। আপনার ভালোমানুষিকে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবদের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাদের অনেককেই পাশে পাবেন না। পিতার স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। স্ত্রীর প্রচেষ্টায় সংসারে-সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে।

মিথুন

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। যে কোনও কঠিন পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়বেন না। খেলাধুলার সঙ্গে জাতক-জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। সন্তানদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য বিদেশে কাজের সুযোগ আসবে। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন‌্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। অনে‌্যর প্ররোচনায় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে যাবেন না। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। সপ্তাহের মধ‌্যভাগে আর্থিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চয়ে টান পড়তে পারে।


কর্কট

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক সংস্থান ভালোই থাকবে। কতিপয় বন্ধু আপনার অনিষ্ট করার চেষ্টা করবে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলার দরকার। ব্যবসায় বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। তবে পদোন্নতির যোগও লক্ষ্য করা যায়। পরিবারে আপনার কটুকথার জন্য অশান্তি লেগে থাকতে পারে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে-সমস্যা ডেকে আনতে পারে। এই সময় আপনার কর্ম পরিবর্তনের সুযোগ এলেও কর্ম পরিবর্তন না করাই শ্রেয়। বিদ্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফল্যের জন্য একাধিক কাজের সুযোগ আসবে। বয়স্করা মানসিক চাঞ্চল‌্য দূর করুর জন্য ঈশ্বরের আরাধনা করুন।

সিংহ

সপ্তাহের প্রারম্ভে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। বন্ধুর সহায়তায় সন্তানের স্থায়ী চাকরির সুযোগ আসবে। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। বয়স্করা খাদ্যাভাসের দিকে নজর দিন। পরিবারের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। কর্মক্ষেত্রে অজানা শত্রুর থেকে সাবধানে থাকবেন। এই সময় পৈত্রিক ব্যবসা সম্প্রসারণে বাড়তি বিনিয়োগ না করাই উচিত। বন্ধুবেশী কোনও প্রতারক আপনাকে সমস্যায় মেলতে পারে। সন্তানের রূঢ় ব্যবহারের জন্য পরিবারে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। চাষিভাইরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন।

কন্যা

কর্মক্ষত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনার অগ্রগতির জন‌্য ভিন রাজ্যে যেতে হতে পারে। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য ভিন রাজে‌্য যেতে হতে পারে। নব-বিবাহিতরা জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। পরিবারে ছোটখাটো সমস‌্যা উপেক্ষা করুন। পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সমাজের কোনও উচ্চপদস্থ ব‌্যক্তির সান্নিধে‌্য অর্থকরী দিক ভালো হবে। এই সময় ব‌্যবসার মন্দাভাব ধীরে ধীরে কেটে যাবে। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের জন‌্য কিছু সমস‌্যা দেখা দেবে। লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে।

তুলা

গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। বয়স্ক জাতক-জাতিকারা খাওয়াদাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যায় পড়তে পারেন। অংশীদারী ব্যবসায় এখনই বড় বিনিয়োগ করবেন না। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। সন্তানের নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের শেষের দিকে শরীর খুব একটা ভালো যাবে না। পরিবারে সকলের জন্য কর্তব্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব্যবহার পাবেন না।

বৃশ্চিক

ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে দামী সামগ্রীর খেয়াল রাখুন। কারণ এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার আশঙ্কা লক্ষ করা যায়। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। পিতা বা মাতা কারওর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই সময় জাতকের চোখ ও কানের সমস্যা দেখা দিতে পারে।

ধনু

কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওযার যোগ। নতুন গৃহনির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। বেহিসাবী খরচের জন‌্য সংসারে অশান্তি। পারিবারিক শান্তির জন‌্য সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। অধস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন।

মকর

সপ্তাহের প্রারম্ভে পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি যোগ। মানসিক চাঞ্চল‌্য দূর করার জন‌্য ঈশ্বরের আরাধনা করুন। ব‌্যবসায়ীরা নতুন লগ্নির ক্ষেত্রে প্রথমেই সব দিক বিচার-বিবেচনা করে নেবেন। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহাযে‌্য আবার ঘুরে দাঁড়াতে পারবেন। জাতকের কর্মসূত্রে বিদেশে যাবার যোগ লক্ষ‌্য করা যায়। দীর্ঘদিনের কোনও স্বপ্ন এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা। সন্তানের লেখাপড়ার জন‌্য খরচ বাড়তে পারে।

 

কুম্ভ

এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি খুব একটা আশা করবেন না। ব‌্যবসায় বিনিয়োগের আগে ভালো করে চিন্তা-ভাবনা করে নেওয়া উচিত। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপরে করবেন না। ব‌্যবসায়ীদের পুরনো টাকা আদায়ের সম্ভাবনা। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। এই সময় পেটের গোলমাল ও সর্দি -কাশিতে কষ্ট পেতে পারেন। সন্তানের আচার-আচরণের দিকে এই সময় বাড়তি নজর রাখুন। জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত।


মীন

আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। পারিবারিক সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধের জন্য গৃহত্যাগ করতে হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক-লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। জমি- বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আগামিদিনে ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। গুরুজনস্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তঁাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করুন। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও ভবিষ‌্যতে এর জন‌্য কষ্ট পেতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে মীন রাশির জাতক-জাতিকাদের।
  • পেটের গোলমাল ও সর্দি -কাশিতে কষ্ট পেতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা।
  • সঞ্চয়ের দিকে মন দিতে হবে তুলা রাশির জাতক-জাতিকাকে।
Advertisement