shono
Advertisement
Weekly Horoscope

২৭ জুলাই-২ আগস্ট ২০২৫ Horoscope: পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কর্কট রাশির, বাকিদের ভাগ্য কী বলছে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 09:32 AM Jul 27, 2025Updated: 01:36 PM Jul 27, 2025

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি ও শুক্র, কর্কটে রবি ও বুধ (বক্রী), সিংহে চন্দ্র, মঙ্গল ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস সব সময় ভালো নাও হতে পারে। ব‌্যবসায়ীরা তাদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। এই সময় অপরিকল্পিত খরচ বাড়ার জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। ভাই-বোনদের প্রতি কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে ভালো ব‌্যবহার আশা করবেন না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। বিকল্প কাজে সাফলে‌্যর সম্ভাবনা। নতুন ব‌্যবসা শুরু করার পক্ষে সময়টি শুভ। নিজের স্বাস্থে‌্যর দিকে নজর দিন। প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না।

বৃষ

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ‌্যহানির আশঙ্কা। জমিজমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করাজনিত রোগের দেখা দিতে পারে। পথেঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন। নতুন যানবাহন কেনার জন‌্য ঋণ পেয়ে যাবেন। কর্মক্ষেত্র থেকে কোনও মূল‌্যবান উপহার পাওযার সম্ভাবনা। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এই সময় না করাই শ্রেয়। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল‌্য আপনাকে মানসিক শান্তি দেবে। মাতৃকুল থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার যোগ। সপ্তাহের শেষে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন।

মিথুন

সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেলেও ব‌্যবসা করলেও নিশ্চিতরূপে সাফল‌্য আসবে। কর্মক্ষেত্রে আপনার উদার মনোভাব সহকর্মীরা ভালো চোখে নাও নিতে পারে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। পারিবারিক ব‌্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও সজাগ থাকুন। বাবা-মার একাকীত্ব দূর করার জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন।



কর্কট

সপ্তাহের শুরুটা উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি খুবই শুভ হবে। বহুদিন আটকে থাকা কোনও সমস‌্যার সমাধান এই সময় হয়ে যাবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ব‌্যবসায়িক কাজের জন‌্য বিদেশ বা ভিন রাজে‌্য যেতে হতে পারে। কর্মক্ষেত্রে অজানা শত্রুর থেকে সাবধানে থাকবেন। এই সময় পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। এই সময় প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি হতে পারে। পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সমাজের কোনও উচ্চপদস্থ ব‌্যক্তির সান্নিধে‌্য অর্থকারী দিক ভালো হবে।

সিংহ

সপ্তাহের শুরুতে কর্মজীবন ও ব‌্যবসায় বহুদিন ধরে চলা সমস‌্যা সমাধানের সুযোগ আসবে। এই সময় কারও কথায় প্ররোচিত হবেন না। পরিবারে ছোটখাটো সমস‌্যা উপেক্ষা করুন। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য কিছুটা উদ্বেগে থাকবেন। সপ্তাহের মধ‌্যভাগে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে। চাকরিজীবীদের জন‌্য নতুন আয়ের উৎস তৈরি হবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল‌্যবান উপহার পাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিনে‌্য তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না।

কন্যা

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠত পারবেন। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। স্ত্রীর ব‌্যবহারের জন‌্য পরিবারে অশান্তি।

তুলা

বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করা উচিত। পুরনো শত্রু আপনার বশ‌্যতা স্বীকার করতে পারে। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। রাজনীতিবিদরা সুবক্তা হিসাবে সমাজে সুনাম পাবেন। এই সময় কোনও অাশা পূরণ হতে পারে। আগামী কিছুদিন ব‌্যবসায় মন্দাভাব চলবে। বয়ঃসন্ধির সন্তানের দিকে বাড়তি নজর রাখুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের প্রভূত উন্নতি। ভবিষ‌্যতের জন‌্য কোনও পরিকল্পনা এখন থেকে ঠিক করুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির জন‌্য মানসিক চাপ বাড়তে পারে। অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ের আশা করবেন না। প্রতিবেশীর সঙ্গে ছোটখাটো বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

বৃশ্চিক

সপ্তাহের প্রারম্ভে সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে‌্য খারাপ হতে পারে। ঘরে-বাইরে সাবধানে চলাফেরা করুন। বন্ধুবেশী কোনও প্রতারক আপনাকে সমস‌্যায় ফেলতে পারে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সন্তানের বিবাহ নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নতুন সম্পত্তি কেনাবেচার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। কর্মপ্রার্থীদের পেশাদারি শিক্ষালাভের দ্বারা নতুন কর্মসংস্থান লাভের যোগ। নতুন যানবাহন কেনার জন‌্য ঋণ মঞ্জুর হয়ে যাবে। ওষুধ ও কাগজ ব‌্যবসায়ীদের উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর অবধি গড়াতে পারে।

ধনু

আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। তবে বুঝেশুনে ব‌্যবসা শুরু করবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। যঁারা সমাজ জীবনে পরিচিত তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। তীর্থভ্রমণের সুযোগ আসবে।

মকর

এই রাশির জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। যঁারা সমাজ জীবনে পরিচিত তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। আপনার কন‌্যাসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। অত‌্যধিক কাজের চাপের জন‌্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব-প্রতিপত্তি বাড়িয়ে তুলুন। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। যে কোনও সমস‌্যা নিজেদের মধে‌্য কথা বলে মেটানোর চেষ্টা করুন।

 

কুম্ভ

বর্তমান সপ্তাহটি ব‌্যবসায়ীদের জন‌্য শুভবার্তা বহন করবে। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছল‌্য ফিরে আসবে। বন্ধু-বান্ধবের কাছে নিজের টাকা-পয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না। সন্তানের পড়াশোনায় সার্বিক সাফলে‌্যর জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। অতিরিক্ত ভাবাবেগের জন‌্য অনেক সময় কষ্ট পেতে পারেন। ছোট ব‌্যসায়ীদের জন‌্য সময়টি শুভ। এই সময় তঁারা ঋণ শোধের মাধ‌্যমে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। লটারি বা ফাটকায় এই সময় বিনিয়োগ করতে যাবেন না। কর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। সপ্তাহের মধ‌্যভাগে মানসিক শান্তির জন‌্য পূজা-পাঠে মন দিন। ঠিকাদারি ব‌্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে।

মীন

সপ্তাহের প্রারম্ভে নতুন জমি বা বাড়ি কেনার জন‌্য শুভ সময়। জাতকের কন‌্যা সন্তানের পড়াশোনার জন‌্য মুখ উজ্জ্বল হবে। কাছের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। সৎ কর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। অত‌্যধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদে পড়তে পারেন। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে। বয়স্ক বাবা-মার একাকীত্বের জন‌্য কিছুটা সময় তঁাদের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনি আপনার ব‌্যবহারে ও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতিরিক্ত আত্মবিশ্বাস সব সময় ভালো নাও হতে পারে মেষ রাশির জন্য।
  • কুম্ভ রাশিয়ার জাতক-জাতিকাদের মধ্যে যাঁরা চাকরিজীবী তাঁদের এই সময় আর্থিক স্বাচ্ছল‌্য ফিরে আসবে।
  • সপ্তাহের প্রারম্ভে নতুন জমি বা বাড়ি কেনার জন‌্য শুভ সময় মীন রাশির।
Advertisement