shono
Advertisement
Weekly Horoscope

৩ আগস্ট- ৯ আগস্ট ২০২৫ Horoscope: মীনের চাকরিতে পদোন্নতির যোগ, বাকিদের ভাগ্যে কী আছে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Subhankar PatraPosted: 09:06 AM Aug 03, 2025Updated: 12:21 PM Aug 04, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি ও শুক্র, কর্কটে রবি ও বক্রী বুধ, সিংহে কেতু, কন‌্যায় মঙ্গল, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ আসবে, নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে। কোনও প্রভাবশালী ব‌্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। ব‌্যবসায়ীরা এই সময় তাঁদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। পিতার স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। ছোট ব‌্যবসায় কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে।

বৃষ

ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। অর্থকরী দিক শুভ। তবে স্বাস্থ‌্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস‌্যায় কষ্ট পেতে পারেন। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করতে পারে। কোনও কাজ করার আগে অবশ‌্যই ভাবনাচিন্তা করে নেবেন। দুর্জন প্রতিবেশীদের এড়িয়ে চলুন। তাদের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। চাকরিজীবীদের পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায় আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। গাড়ি চালানোর সময় অত‌্যন্ত সাবধান হওয়া দরকার।

মিথুন

সপ্তাহের শুরুটা খুব একটা আশাব‌্যঞ্জক হবে না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব‌্যবসায় আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব আরও এগিয়ে নিয়ে যাবে। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে। বাইরের কোনও ব‌্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন‌্য পরিবারে অশান্তি। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। শ্বশুর-শাশুড়ির মধ্যে একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে।

কর্কট

এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। জাতকের বন্ধুভাগ‌্য মোটামুটি ভালো। ছেলেমেয়েদের স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য জাতকের ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে কর্ম পরিবর্তনের সুযোগ এলেও পরিবর্তনের আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন।

সিংহ

কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। উচ্চপদস্থ কর্তাব‌্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের আচার-আচরণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। গাড়ি কেনা-বেচা ও যানবাহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব‌্যক্তির জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ থাকবে। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ ও দান-ধ‌্যান করতে পারেন।

কন্যা

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। কারণ, এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার আশঙ্কা লক্ষ‌্য করা যায়। পিতামাতার মধ্যে কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারে। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন।

তুলা

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। আমদানি-রপ্তানি ব‌্যবসায় উন্নতির যোগ। ছোট ব‌্যবসায়ীরা তাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। বয়ঃসন্ধির সন্তানের আচার-আচরণের জন‌্য পরিবারে অশান্তি। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক

সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। সপ্তাহের শেষে শ্বশুরকুল থেকে আর্থিক আনুকূল‌্য লাভের যোগ প্রবল। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন‌্য সম্পর্ক নষ্ট হতে পারে। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ‌্যই যত্নবান থাকুন। লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। পিতামাতার উপস্থিতিতে ভাইবোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি দেখা দিতে পারে।

ধনু

সপ্তাহের শুরুতে সরকারি কর্মচারীদের জন‌্য ভালো সময়। পরিবারে সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি থেকে মুক্তি। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফলের উপর প্রভাব পড়তে পারে। রাজনৈতিক ব‌্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। ব‌্যবসায়ীরা ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। এই সময় শেয়ারে বা ফাটকায় বিনিয়োগ করলে বাড়তি মুনাফা হাতে আসতে পারে। ঠিকাদারি ব‌্যবসায় ভালো কাজের বরাত আসতে পারে।

মকর

পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। ব‌্যয়ের চাপ থাকলেও সঞ্চয় ভালোই হবে। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব‌্যঞ্জক হবে। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। স্বনিযুক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি বৃদ্ধি। ভাই-বোনদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। ভোগ-বিলাসে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য আর্থিক সমস‌্যা দেখা দিতে পারে। চিকিৎসক, আইনজ্ঞ ও সংগীত শিল্পীদের জন‌্য আয়ের ক্ষেত্রে সপ্তাহটি অনেকাংশে অনুকূল।

কুম্ভ

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন‌্য বাধা-বিঘ্ন থাকলেও আপনার কর্মে উন্নতি তারা আটকাতে পারবে না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। নতুন গৃহ নির্মাণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্র থেকে কোনও মূল‌্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করাজনিত রোগের দেখে দিতে পারে। নতুন ব‌্যবসা শুরু করার পক্ষে সময়টি শুভ। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। দ্বি-চক্রযানের চালকরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন।

মীন

সপ্তাহের শুরুতে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। সন্তানদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য পড়াশোনার ফলের উপর প্রভাব পড়তে পারে। ভাই-বোনদের  প্রতি কর্তব্য করলেও তাদের কাছ থেকে  ভালো ব্যবহার আশা করবেন না। বন্ধুবান্ধবদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে আপনি আপনার ব্যবহারে সহকর্মীদের মন জয় করতে পারবেন। দ্বিমুখী উপায়ে রোজগারের পথে চললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন্য সপ্তাহের শেষের দিকে অর্থে টান পড়তে পারে। কন্যাসন্তানের বিবাহ ঠিক করার আগে ঠিক করে খোঁজখবর নিয়ে নেবেন।আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কর্মক্ষেত্রে গোলযোগের জন্য মেষ রাশির সংস্থা পরিবর্তন করতে হতে পারে।
  • বৃষ রাশির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি।
  • মিথুন রাশির সপ্তাহের শুরুটা খুব একটা ভালো হবে না।
Advertisement