সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৭ জুন, শুক্রবার রথযাত্রা উৎসব। প্রভু শ্রীজগন্নাথদেবের ভক্তদের কাছে অতি পুণ্য তিথি। এই পুণ্য তিথিতে জগন্নাথধাম পুরী ছাড়াও বাংলার অন্যত্র বেশ জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয়। এবার বিশেষ আয়োজন দিঘার জগন্নাথধামেও। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এদিন মাসি গুন্ডিচার বাড়ি যাত্রা করেন। আর এই উৎসবের আগেই প্রভুর কৃপাদৃষ্টিতে বদলে যেতে পারে আপনার ভাগ্য।
শাস্ত্র অনুসারে, প্রভু জগন্নাথ হলেন এই পৃথিবীর পালন কর্তা। শ্রীকৃষ্ণের আর এক রূপ জগন্নাথ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় চার রাশির উপর প্রভুর কৃপাদৃষ্টি বর্ষিত হবে। এই চার রাশির জাতক-জাতিকারা সমস্তরকম আপদ-বিপদ থেকে রক্ষা পাবেন।
বৃষ রাশি: প্রভু জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় হল বৃষ রাশি। এই রাশির জাতক-জাতিকাদের উপর জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। তাঁরা মানসিক ভাবে খুব বেশি শক্তিশালী হয়ে ওঠেন। এঁরা যে কাজে হাত দেবেন সেকাজে সাফল্য আসবেই। পেশাগত জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিশ্রমের সর্বাধিক ফল প্রাপ্ত হবেন এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি: কর্কট রাশি হল প্রভু জগন্নাথের অন্যতম প্রিয় রাশি। এই রাশির জাতকরা খুব আবেগপ্রবণ হন। অন্যের বিপদে সবসময় পাশে থাকেন। জগন্নাথদেবের আশীর্বাদে সুখ ও শান্তিতে পূর্ণ হবে এঁদের জীবন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ও পদোন্নতি ঘটবে। কেরিয়ারে সর্বোচ্চ সাফল্যের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকা।
সিংহ রাশি: প্রভু জগন্নাথের প্রিয় রাশির তালিকায় রয়েছে সিংহ রাশিও। স্বয়ং জগন্নাথদেব এই রাশির ধারককে সারাজীবন রক্ষা করেন। প্রভুর কৃপায় জীবনে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন তাঁরা। ফলে, সমাজে বিশেষ ভাবে প্রতিষ্ঠা অর্জনে সফল হবেন।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের উপরে প্রভুর আশীর্বাদ বর্ষিত হবে। এই রাশির জাতকেরা প্রভুর প্রিয় হন। এরা সমাজে প্রচুর সম্মান ও প্রতিপত্তি পাবেন। জীবনে সম্পদ ও প্রেমের অভাব হবে না কখনও। পারিবারিক জীবনে সবসময় শান্তি বজায় থাকবে।
