সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা হলেন তেজস্বী সূর্য। সূর্যের গোচর(Surya Gochar 2025) বা রাশি পরিবর্তন প্রতিটি রাশির উপর গভীর প্রভাব ফেলে। এই সংক্রান্তি আমাদের জীবনের দিক পাল্টে দিতে পারে। চলতি বছরের শেষ ভাগে সূর্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে। ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৪টে ২৬ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। এই গোচরের ফলে বেশ কিছু রাশির ভাগ্যাকাশে কালো মেঘ জমতে পারে। ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে বাধা বিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। সূর্যের এই গোচর ধনুতে স্থায়ী হবে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে ৭টি রাশির জাতকদের চরম ভোগান্তির সম্ভাবনা রয়েছে।
বৃষ: সূর্যের গোচরে (Surya Gochar 2025) বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা। বৃষ রাশির জাতকরা আর্থিক সংকটে ভুগতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক প্রয়োজন। প্রভূত আর্থিক ক্ষতির সম্ভাবনা। স্বাস্থ্য ভালো যাবে না। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা আগেভাগে সাবধান হোন।
কর্কট: কর্কট রাশির জাতকদের পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ এমন পর্যায়ে পৌঁছবে যাতে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। কর্কট রাশির জাতকরা আইনি সমস্যায় পড়বেন। মায়ের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন।
তুলা: তুলা রাশির স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। পুরনো কোনও রোগ এই সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তুলা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জন্য এই গোচর ব্যয় বৃদ্ধি করবে। অপ্রত্যাশিত খরচে আপনার পূর্বপরিকল্পিত কোনও প্ল্যান নষ্ট হতে পারে। অতিরিক্ত উত্তিজিত হবেন না। নিজেকে সংযত রাখুন। স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে।
মকর: মকর রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনঃসংযোগে ঘাটতি দেখা যাবে। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াতে পারেন।
মীন: মীন রাশির জীবনে বিবাহ বা প্রেম সংক্রান্ত জটিল সমস্যা দেখা দেবে। সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড়সড় ক্ষতির আশঙ্কা।
প্রতিকার ও পরামর্শ
এই কঠিন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। জ্যোতিষ মতে, সূর্যের অশুভ প্রভাব কাটাতে নিয়মিত সূর্য প্রণাম করুন। প্রতিদিন সকালে উঠে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা শুভ। এছাড়া, দুঃস্থদের লাল রঙের মিষ্টি বা ফল দান করলে উপকার পাবেন। ভয় না পেয়ে সতর্ক থাকুন। মনে রাখবেন, গ্রহের প্রতিকূলতা সাময়িক। সঠিক উপায়ে পুজো ও প্রতিকার করলে খারাপ সময় অবশ্যই কেটে যায়।
