সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন বিচ্ছেদের যুগ! সেলেব হোক বা আমজনতা, ভাঙন এখন ঘরে ঘরে। যাদের 'পারফেক্ট কপল' বলত বন্ধুরা, দেখা যায় বিয়ের বছর পেরনোর আগেই ঘর ভেঙেছে তাঁদের। অনেকে আবার এক ছাদের তলায় থাকলেও মনের দিক থেকে বিচ্ছেদে হয়ে গিয়েছে। যার ফলে যারা এখন বিয়ে করছেন বা করবেন বলে ভাবছেন, সকলের মনেই প্রশ্ন, স্বপ্নে দেখা সংসার টিকবে তো? জ্যোতিষশাস্ত্র বলছে, এর উত্তর রয়েছে আপনারই হাতে। চলুন বিয়ের পিঁড়িতে বসার আগে নিজেই দেখে নিন দাম্পত্যের মেয়াদ!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হাতের রেখাই বলে দিতে পারে জীবনের জীবনের সব ওঠা পড়া। বাম হাতের কনিষ্ঠার নিচের দিকে থাকে বিবাহ রেখা। জ্যোতিষবিদদের কথায়, ২ হাতের বিবাহ রেখা যদি দুটি শাখায় ভাগ হয়ে থাকে, তাহলে তা মোটেও শুভ নয়। এধরনের রেখায় নাকি, বিচ্ছেদের সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেথা যায়, রেখাটি মাঝপথে কেটে গিয়েছে, তাও কিন্তু একেবারেই শুভ নয়। কী কী সমস্যা হয়? দেখা যায়, অনেকেক্ষেত্রেই দীর্ঘদিনের প্রেম ভেঙে যায়। বিয়ে পর্যন্ত এগিয়েও হয়তো পরিণতি পায় না সম্পর্ক। কখনও আবার বিয়েতে একের পর এক বাধা আসতেই থাকে।
অনেকের হাতেই দেখা যায়, হার্ট লাইন অর্থাৎ হৃদয়রেখার একদম কাছাকাছি থাকে বিবাহ রেখা, তাঁদের কম বয়সে বিয়ের সম্ভাবনা দেখা যায়। জ্যোতিষবিদদের দাবি, যাদের বিবাহ রেখা হৃদয় রেখার মাঝ বরাবর এগোয়, ২২ বছরের মধ্যে তাঁদের বিবাহের সম্ভাবনা প্রবল। অনেকের ক্ষেত্রে বিবাহ রেখার শুরুতে দ্বীপের মতো চিহ্ন দেখা যায়। এদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। যদি উভয় হাতের বিবাহ রেখা সমান হয়, তাহলে আপনার ভাবনার কোনও কারণ নেই। জানবেন, দাম্পত্য এগোবে হইহই করে। বোঝাপড়া নিয়ে ভাবনাচিন্তার কোনও কারণই নেই। পুরুষদের ক্ষেত্রে যদি ডান হাতে একটি ও বাম হাতে দুটি বিবাহ রেখা থাকে, তাহলে তাঁদের স্ত্রী ভাগ্য অন্যদের ঈর্ষার কারণ হতে বাধ্য।
