shono
Advertisement
Weekly horoscope

২৫-৩১ জানুয়ারি, ২০২৬: স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন মেষ রাশি, অন্যদের ভাগ্যে কী?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Subhankar PatraPosted: 10:32 AM Jan 25, 2026Updated: 12:23 PM Jan 25, 2026

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, মকরে রবি, মঙ্গল, বুধ ও শুক্র, কুম্ভে রাহু, মীনে চন্দ্র ও শনি। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে এই রাশির জাতকদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌ করা যায়। পরিবারে কোনও ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। বিবাহিত জীবনে কোনও সমস‌্যা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য নামী সংস্থায় চাকরির সুযোগ আসবে। রাজনীতিবিদদের নিজ দলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে।

বৃষ

এই সপ্তাহে আয়-ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। পিতা-মাতার কারও একজনের শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ছোট ব‌্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দেওয়ার কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। সংগীতশিল্পী নৃত‌্য-শিল্পীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে।

মিথুন

খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। সরকারি শুল্ক সংক্রান্ত সমস‌্যা ফেলে রাখবেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বয়স্ক বাবা-মার একাকীত্ব ঘোচাবার জন‌্য তাঁদের সঙ্গে কিছুটা সময় দিন। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে পারে।

কর্কট

এই রাশির জাতক-জাতিকাদের এই সময় ব‌্যবসায় উন্নতি লক্ষ‌ করা যায়। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। ভবিষ‌্যতের উন্নতির জন‌্য কর্মপরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি। প্রিয়জনের ব‌্যবহারে আঘাত পেতে পারেন। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে বুঝেসুজে মেলামেশা করুন। পরিবারে সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন।

সিংহ

সপ্তাহের শুরুতে অতিরিক্ত ব‌্যয় এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। এই রাশির জাতক-জাতিকার বিবাহিত জীবন সুখের হবে। ব‌্যবসায়ীরা অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন। আর্থিক টানাপোড়েনের জন‌্য সংসারে অশান্তি হতে পারে। সংসারে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। মা, বাবা ও ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ‌ করা যায়।

কন্যা

ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জাতিকাদের এই সময় অর্থনৈতিক উন্নতি ঘটবে। তবে অতিরিক্ত বিলাসিতার জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। পরিবারে কোনও মিথ‌্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না। সন্তানদের অকারণে বকাবকি করবেন না। এতে তাদের মনের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে।

তুলা

ব‌্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। নিকট আত্মীয়ের সহযোগিতায় নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি লক্ষ‌ করা যায়। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। পরিবারে সকলের জন‌্য কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না। বাইরের ঝামেলার মধ্য়ে নিজেকে জড়াবেন না।

বৃশ্চিক

হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো কাজের বরাত মিলতে পারে। সন্তানের কুকীর্তির জন‌্য প্রতিবেশীদের কাছে বদনাম হতে পারে। অত‌্যধিক লোভ সংবরণ করার চেষ্টা করুন। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। বয়স্ক জাতক-জাতিকারা খাওয়া-দাওয়ার অনিয়মের জন‌্য পেটের সমস‌্যায় পড়তে পারেন। সন্তানের নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। অংশীদারি ব‌্যবসায় এখনই বড় বিনিয়োগ করতে যাবেন না। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি দেখা দিতে পারে।

ধনু

এই সপ্তাহে পেশাগত দিক ভালো যাবে। তবে পারিবারিক জীবনে কিছু সমস‌্যা থাকবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। বড় কোনও পদক্ষেপ নেবার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। তীর্থভ্রমণের সুযোগ আসবে। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন।

মকর

চাকুরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে যোগ‌্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব‌্যাঘাত ঘটতে পারে। বয়স্কদের ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভের ফলে তাঁদের কাজের বিস্তার ঘটবে। গোপন শত্রুর ব‌্যাপারে সতর্ক থাকুন। অত‌্যধিক কাজের চাপের জন‌্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে।

কুম্ভ

সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভালো হবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না। এই রাশির জাতকদের দ্বি-মুখী আয়ের সম্ভাবনা। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। বয়ঃসন্ধি কন‌্যা সন্তানের আচার আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখুন। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ‌্যমান। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। বয়স্কদের তীর্থযাত্রার সুযোগ আসবে।


মীন

এই রাশির জাতকদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। এই সপ্তাহে কোনও বড় লগ্নি করবেন না। বাবা ও মার একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা। এ ব‌্যাপারে সতর্ক থাকুন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement