shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত Horoscope: অতিরিক্ত পরিশ্রম না মুনাফা লাভ? কেমন যাবে সপ্তাহ? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।
Published By: Suparna MajumderPosted: 10:28 AM Nov 03, 2024Updated: 10:28 AM Nov 03, 2024

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন‌্যায় কেতু, তূলায় রবি, বৃশ্চিকে শুক্র, বুধ ও চন্দ্র, কুম্ভে বক্রী শনি ও মীনে রাহু। ৬ নভেম্বর রাত্রি ৩.৩২ মিঃ শুক্র ধনুতে প্রবেশ করবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে পরিবারে বিবাদের আশঙ্কা, চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন। ব‌্যবসায় কিছু অসুবিধা থাকবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা বাঞ্ছনীয়। বাড়িতে কোনও শুভ কাজের জন‌্য খরচ বাড়তে পারে। বয়স্ক জাতক-জাতিকারা একটু সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। এই সময় চোট লাগার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। সপ্তাহের শেষের দিকে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের ফলে সরকারি চাকরির সুযোগ আসবে। ভাই-বোনদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।

বৃষ

আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বয়ঃসন্ধির সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য নিজেদের স্বাস্থ‌্য নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে পারেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। ব‌্যবসায়ীরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা পুরনো ব‌্যথায় কষ্ট পেতে পারেন। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে।

মিথুন

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীরা তাঁদের পাওনা টাকা ফেরত পেতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। পরিবারের একাকীত্বের জন‌্য ছোটখাটো ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। সন্তানের বিদেশযাত্রার যোগ থাকলেও অর্থনৈতিক কারণে আটকে যাওয়ার সম্ভাবনা। শিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। পরিবারের প্রতি কর্তব‌্য পালন করলেও পরিবারের সদস‌্যদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি।

কর্কট

এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। সন্তানের বদমেজাজি স্বভাবের জন‌্য পরিবারে অশান্তি। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। এই সময় ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দিন। অবিবাহিতদের বিবাহের যোগ বিদ‌্যমান। কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। রাজনীতিবিদরা সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপর করবেন না।

সিংহ

নিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। বাবার শরীর সামান‌্য খারাপ হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। অত‌্যধিক লোভ সম্বরণ করার চেষ্টা করুন। সন্তানের চাকরির পরীক্ষায় সাফল্যের জন‌্য সরকারি চাকরির সুযোগ আসবে। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ, সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্মলাভের যোগ বিদ‌্যমান। এই রাশির জাতক-জাতিকারা শরীরের নিম্নভাগে ব‌্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন। নিজের স্বাস্থ্যের ব‌্যাপারে যত্নবান হোন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে।

কন্যা

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপার্জন কিছু ভালো হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। এই সময় কিছু সমস‌্যাকে অধিক গুরুত্ব দেওয়া উচিত হবে না। সপ্তাহের দ্বিতীয়ার্ধ প্রথমার্ধের চেয়ে ভালো কাটবে, প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ বজায় থাকবে। চাকরিজীবীরা অনাকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন। বিদ‌্যার্থীদের সাফল্যের জন‌্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। কারও কথায় প্রভাবিত হয়ে ভুল পদক্ষেপে পা দেবেন না বিদেশে কর্মরত সন্তানের থেকে ভালো খবর পেতে পারেন। বয়স্কদের মরশুমি রোগে আকান্ত হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

তুলা

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতিস্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। লটারি ও ফাটকা ব‌্যবসায় কোনওরকম বিনিয়োগ করবেন না।

বৃশ্চিক

সামাজিক কাজের মাধ‌্যমে সমাজে আপনার মান-সম্মান বাড়িয়ে তুলুন। আপনার অবহেলার জন‌্য ব‌্যবসায় টানাপোড়েন থাকবে। কোনও বন্ধুর সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান। ব‌্যবসায়ীরা নতুন ব‌্যবসার পরিকল্পনা নিতে পারেন। কতিপয় জাতক-জাতিকার গৃহ নির্মাণের যোগ ও জমি ক্রয়ের যোগ লক্ষ‌্য করা যায়। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে অপ্রিয় কথাবার্তা এড়িয়ে চলুন। চাকরিপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। নতুন গৃহ, জমি ক্রয়ের আগে কাগজপত্র ভালো করে দেখে নেবেন। কৃষিজীবী, মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন।

ধনু

সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পাবে। কর্মস্থানে বাধাবিপত্তি তৈরি হলেও আপনার বুদ্ধিমত্তার জোরে কাটিয়ে উঠতে পারবেন। নববিবাহিতদের দাম্পত‌্য শান্তি অটুট থাকবে। বন্ধু-বান্ধবের প্ররোচনায় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সরকারি কর্মচারীরা আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। স্ত্রীর আর্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তায় থাকবেন না। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল‌্য পেতে পারেন।

মকর

এই রাশির জাতক-জাতিকাদের পেশাগত দিক ভালোই যাবে। কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। ব‌্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগ থেকে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। বয়ঃসন্ধির সন্তানের উদ্ধত আচরণ কখনই সমর্থন করবেন না। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ‌্যমে জীবন উপভোগ করুন।

কুম্ভ

সপ্তাহের শুরুতে পরিবারে কোনও সমস‌্যার ক্ষেত্রে গুরুজনদের সাহায‌্য নেওয়ার চেষ্টা করুন। এই সময় কিছু প্রাপ্তিযোগের লক্ষণ দেখতে পাওয়া যায়। সব সময় নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না। ভবিষ‌্যতে সঞ্চয়ের জন‌্য খরচ কমানোর চিন্তাভাবনা এখন থেকে শুরু করুন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরু পরিকল্পনা করতে পারেন। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। প্রবাসে বসবাসকারী সন্তানের খবর না পাওয়ার ফলে দুশ্চিন্তা বাড়বে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। উচ্চশিক্ষায় কন‌্যাসন্তানের সাফল‌্য আপনার মুখ উজ্জ্বল করবে।

মীন

সপ্তাহের শুরুতে কিছু প্রতিবন্ধকতা থাকলেও পরের দিকে ধীরে ধীরে উন্নতি। সন্তানের পড়াশোনার অগ্রগতির জন‌্য ভিন রাজে‌্য যেতে হতে পারে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন‌্য তাড়াহুড়ো করবেন না। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যা থাকবে। এই সময় নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই সময় বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মকর রাশির জাতক-জাতিকাদের পেশাগত দিক ভালোই যাবে।
  • মেষ রাশির বয়স্ক জাতক-জাতিকারা একটু সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন।
Advertisement