shono
Advertisement
Birth Number 2

বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা, চাকরিতে পদোন্নতি! ২ জন্মসংখ্যার জাতকদের জন্য আদৌ শুভ ২০২৬?

অহংকার পতনের মূল, গোটা বছর একথা মাথায় রাখতেই হবে। নাহলেই বিপদ।
Published By: Tiyasha SarkarPosted: 07:44 PM Dec 21, 2025Updated: 07:44 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ তো শেষের পথে। প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়েই কেটে গিয়েছে বছর। সকলেই এখন ভাবছেন আগামী বছরটা কেমন কাটবে? আগামিকাল কী হবে তা কেউ জানে না, এটা যেমন সত্যি, তেমনই আভাস পেতে চান সকলেই। যদি ভালো-মন্দ যাই আসবে তার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে তো সুবিধাই! সেই কারণেই জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বের উপর ভরসা করেন বহু মানুষ। চলুন আজ সংখ্যাতত্ত্ব অনুযায়ী জেনে নেওয়া যাক আগামী বছরটা কেমন কাটবে ২ জন্মসংখ্যার জাতকদের।

Advertisement

সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ মঙ্গলের। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। সংখ্যাতত্ত্ব বলছে, বছরটি ২ জন্মসংখ্যার জাতকদের কাটবে ভালো মন্দ মিশিয়ে। চাকরিক্ষেত্রে পদোন্নতির সম্ভবনা রয়েছে। মূলত যারা সৃজনশীল কাজ করেন, সংবাদমাধ্যম, ব্যাঙ্কে চাকরি করেন বা নিজের ব্যবসা রয়েছে তাদের উন্নতির সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও ফল পাননি, এবার আপনারা ফল পাবেন। তবে নতুন করে যদি ব্যবসা শুরু পরিকল্পনা তাকে, সেক্ষেত্রে সতর্ক হোন। অংশীদারি ব্যবসায় এই মুহূর্তে না এগোনোই ভালো। তবে এগোলে সেক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। আগামী বছর ২ জন্মসংখ্যার জাতকদের আয় বাড়লেও বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এবিষয়ে বাড়তি সচেতনতা আবশ্যক।

তবে আগামী বছর প্রেমের জন্য আদর্শ। যারা এখনও সিঙ্গেল, এবছর তাঁরা মনের মানুষের দেখা পেতে পারেন। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। ছোটখাটো ভুল বোঝাবুঝি এলেও তা কাটিয়ে সুন্দরগতিতেই এগোবে জীবন। তবে হ্যাঁ, অহংকার পতনের কারণ হতে পারে। এক মুহূর্তের জন্য তা ভুলবেন না, তাহলেই গোটা বছর কাটবে রমরমিয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংখ্যাতত্ত্ব বলছে, বছরটি ২ জন্মসংখ্যার জাতকদের কাটবে ভালো মন্দ মিশিয়ে। চাকরিক্ষেত্রে পদোন্নতির সম্ভবনা রয়েছে।
  • তবে নতুন করে যদি ব্যবসা শুরু পরিকল্পনা তাকে, সেক্ষেত্রে সতর্ক হোন। অংশীদারি ব্যবসায় এই মুহূর্তে না এগোনোই ভালো।
  • যারা এখনও সিঙ্গেল, এবছর তাঁরা মনের মানুষের দেখা পেতে পারেন।
Advertisement