shono
Advertisement
French Surgeon

বেশিরভাগেরই বয়স ১৫ বছরের নিচে, ফরাসি চিকিৎসকের যৌন লালসার শিকার ২৯৯ জন রোগী!

চলতি মাসেই অভিযুক্তের বিরুদ্ধে বিচার শুরু হবে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:57 PM Feb 17, 2025Updated: 08:57 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ২৯৯ জন রোগীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ ফ্রান্সের এক চিকিৎসকের বিরুদ্ধে। চলতি মাসেই তাঁর বিরুদ্ধে বিচার শুরু হবে। যে রোগীরা ওই অভিযুক্তের লালসার শিকার তাদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৫ বছরের নিচে বলে খবর। লোকে বলে, ভগবানের আরেক রূপ ডাক্তার। আর সেই চিকিৎসকের এমন ঘৃণ্য অপরাধ সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। অনেকেই অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসকের নাম জোয়েল লু স্কোয়ারেনক। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি শল্যচিকিৎসক (সার্জন) হিসেবে কাজ করেছেন। এখন জোয়েলের বয়স ৭৪। অভিযোগ, ১৯৮৯ থেকে ২০১৪ সালের মধ্যে জোয়েল যৌন নিপীড়নের এই ঘটনাগুলো ঘটিয়েছেন। সেই সময় সময় তিনি পশ্চিম ফ্রান্সের বেশ কয়েকটি হাসপাতালে কাজ করতেন। সেখানেই এই কুকীর্তি ঘটাতেন। জোয়েলের বিরুদ্ধে ১১১টি ধর্ষণ এবং ১৮৯টি যৌন নিপীড়নের অভিযোগের উঠেছে। শিশুরাই মূলত তাঁর শিকার হয়েছে। জানা গিয়েছে, ২৯৯ জনের মধ্যে ২৫৬ জনই শিশু ছিল এবং তাদের বয়স ১৫ বছরের কম। গড় বয়স ১১।

নিজের কাজের অপব্যবহার করে চার শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে ফ্রান্সের এক আদালত জোয়েলকে দোষী সাব্যস্ত করে। ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখন জেলেই রয়েছেন। তদন্তে একের পর এক কুকীর্তি সামনে আসতে থাকে অভিযুক্তের। এমনকি জোয়ের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ অনেকগুলো পুতুল খুঁজে পায়। জোয়েল যৌনকর্মে ওই পুতুলগুলো ব্যবহার করতেন বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করে। এছাড়া প্রায় তিন লক্ষ পর্ন ছবিও উদ্ধার করে পুলিশ। জোয়েলের এই বিকৃত মস্তিষ্কের খবর প্রকাশ্যে আসতে শিউরে উঠছেন তাঁর অন্যান্য রোগীরাও। যাঁরা এর থেকে বেঁচে গিয়েছেন।

এএফপি থেকেই জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি একটি আদালতে জোয়ের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে বন্ধ দরজার ভিতর। যাঁরা সাক্ষ্য দেবেন তাঁরা শিশু বয়সে জোলের নিপীড়নের শিকার হয়েছেন। যদি জোয়েল দোষী সাব্যস্ত হন, তবে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্তত ২৯৯ জন রোগীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ ফ্রান্সের এক চিকিৎসকের বিরুদ্ধে।
  • যে রোগীরা ওই অভিযুক্তের লালসার শিকার তাদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৫ বছরের নিচে বলে খবর।
  • চিকিৎসকের এমন ঘৃণ্য অপরাধ সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
Advertisement