shono
Advertisement
Chicago

সপ্তাহান্তে ফের বন্দুকবাজের হানা আমেরিকায়! মৃত শিশু-সহ ২, জখম আরও ৭

দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
Posted: 01:41 PM Apr 14, 2024Updated: 01:43 PM Apr 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। এবার পারিবারিক অনুষ্ঠানে চলল ১৮ রাউন্ড গুলি। শিকাগোয় স্থানীয় সময় রবিবার সকালে হামলা চালায় বন্দুকবাজ। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ৭ জন গুরুতর জখম। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সাউথ ডামেন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সেই সময় আচমকা গুলি চালায় এক দুষ্কৃতী। প্রথমে এক ২৭ বছরের যুবকের মৃত্য়ু হয়। পরে পার্কে গুলি চালনার ঘটনায় এক ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। মেয়েটির কপালে গুলি লেগেছিল বলে খবর। আরও দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে। মোট সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: বিশ্বজুড়ে যুদ্ধের করাল থাবা, ‘ভারতীয়দের নিরাপত্তার জন্য চাই শক্তিশালী সরকার’, বলছেন মোদি]

তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুজন দুষ্কৃতী ছিল ঘটনাস্থলে। গাড়ি নয়, হেঁটেই এসেছিল তারা।

 

প্রসঙ্গত , জানুয়ারির শেষের দিকেও শিকাগোয় হামলা চালিয়েছে বন্দুকবাজ। শিকাগোর তিনটি জায়গায় চলল গুলি। হামলায় অন্তত আটজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও বহুবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। গত ডিসেম্বরে নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় প্রাণ হারান তিন পড়ুয়া। 

[আরও পড়ুন: দুজন নয়, কলকাতায় এসেছিল আরও এক IS জঙ্গি! যত রহস্য তৃতীয়জনকে ঘিরেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহান্তে ফের বন্দুকবাজের হানা আমেরিকায়।
  • এবার পারিবারিক অনুষ্ঠানে চলল ১৮ রাউন্ড গুলি।
  • শিকাগোয় স্থানীয় সময় রবিবার সকালে হামলা চালায় বন্দুকবাজ।
Advertisement