shono
Advertisement

Breaking News

ভয়ংকর স্টান্ট করে বিশ্বরেকর্ড দুই ভারতীয় জওয়ানের

নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন দুই জওয়ান৷ The post ভয়ংকর স্টান্ট করে বিশ্বরেকর্ড দুই ভারতীয় জওয়ানের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 PM Sep 11, 2016Updated: 05:26 PM Sep 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো বছরের বিশেষ কয়েকটা দিনেই ভারতীয় সেনার বিভিন্ন ধরনের স্টান্ট দেখার সুযোগ পান আম আদমি৷ কিন্তু তার জন্য প্র্যাকটিস চলে সারা বছর ধরে৷ আর লাগাতার অনুশীলনই বিশ্ব দরবারে সেরার আসনে বসাল ভারতীয় সেনাকে৷ নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন দুই জওয়ান৷ মোটরবাইকের ঝুঁকিপূর্ণ স্টান্ট করে তাক লাগিয়ে দিলেন তাঁরা৷

Advertisement

প্রথম রেকর্ডটির মালিক হলেন ক্যাপ্টেন মনপ্রীত সিং৷ কী করলেন তিনি? মোটরবাইকের সিটের উপর দাঁড়িয়ে ৭৫.২ কিলোমিটার পথ অতিক্রম করলেন মনপ্রীত৷ চলন্ত বাইকে টানা ২ ঘণ্টা ২৪ মিনিট ১২ সেকেন্ড দাঁড়িয়ে নজির গড়েছেন তিনি৷ এর আগে এই কৃতিত্বের অধিকারি ছিলেন ইন্দোরের জওয়ান রতনেশ পাণ্ডে৷ ৩২.৩ কিলোমিটার চলন্ত বাইকে দাঁড়িয়ে থেকে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি৷ প্রথমে ৩৫ কিলোমিটারের লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছিলেন মনপ্রীত৷ খুব সহজেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলায় নিজের লক্ষ্যকে আরও একটু প্রসারিত করেন তিনি৷ বলছেন, “প্রথম ৩২ কিলোমিটার খুব মনোযোগী ছিলাম৷ তারপরই বিষয়টা উপভোগ করতে থাকি৷ চলন্ত বাইকের সিটে দাঁড়িয়ে মনে মনে নিজের পছন্দের গানগুলো গুনগুন করছিলাম৷”

মনপ্রীতের মতো হাবিলদার সন্দীপ কুমারও নয়া ইতিহাস তৈরি করলেন৷ তাঁর খতরনাক স্টাস্টের কথা শুনলে শিউরে উঠতে হয়৷ বাইকের হ্যান্ডেলে বসে টানা ৪৬.৯ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি৷ সময় লেগেছে ১ ঘণ্টা ২৭ মিনিট ৩১ সেকেন্ড৷ নয়া নজির গড়ে উচ্ছ্বসিত সন্দীপ বলছেন, “স্টান্টটি করার সময় মনে মনে একটা কথাই ভাবছিলাম৷ গত বছর থেকে অনুশীলন করেছি, আমায় পারতেই হবে৷ হ্যান্ডেলে ব্যালেন্স করে এতটা সময় বসে থাকা বেশ কঠিন৷ প্র্যাকটিসের সময় ৭০ কিলোমিটার পর্যন্ত পেরেছিলাম৷ তবে ফাইনালের মঞ্চে ৪৭ কিলোমিটারের পরই হ্যান্ডেলে হাত ঠেকে গিয়েছিল৷”

The post ভয়ংকর স্টান্ট করে বিশ্বরেকর্ড দুই ভারতীয় জওয়ানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement