সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই বাংলার সঙ্গে তাঁর একটা আগাম যোগাযোগ আছে। জীবনের একটা বড় অংশ কেটেছে সোনালি-বেগুনিতে, শাহরুখ খানের কেকেআরে (KKR)। আর কাটেনি শুধু, দু’বার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। বরোদায় জন্মগ্রহণ করলেও বাংলার ইডেন (Eden Gardens) তাঁর বড় চেনা মাঠ। পয়া মাঠ। সেই ইউসুফ পাঠান ফিরছেন। ফিরছেন আবার বাংলায়। ফিরছেন নতুন বেশভূষায়। ক্রিকেট নয়। এবার রাজনীতির ময়দানে নামছেন তিনি।
লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিনিয়র পাঠান। আর যোগ দিয়েই তিনি ভোটে প্রার্থী। তাও বহরমপুরের মতো কঠিন আসনে। যা নিঃসন্দেহে ভোটের আগে দেশের কাছে বিশাল চমক। কারণ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শুধুমাত্র আইপিএল (IPL) জেতেননি। ভারতের দুই বিশ্বজয়ী টিমের অংশীদার ছিলেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ ও ২০১১ বিশ্বজয়ী টিমে ছিলেন পাঠান। অতএব, এক বিশ্বজয়ীকে এবার নির্বাচন লড়তে দেখা যাবে বাংলার মাটি থেকে।
[আরও পড়়ুন: ‘নো ভোট টু তৃণমূল’, মোদির মঞ্চ থেকে লড়াইয়ের ডাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের]
যদিও লোকসভার ময়দানে লড়াইটা সহজ হবে না ইউসুফের। যে বহরমপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হচ্ছে, সেই আসনটি অধীর চৌধুরীর গড় হিসাবে পরিচিত। পাঁচবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অধীর। আসলে তৃণমূল এবার যে কোনও মূল্যে অধীরকে হারাতে মরিয়া। তাই ইউসুফের মতো জাতীয় দলের প্রাক্তন তারকাকে প্রার্থী করা হল ওই কেন্দ্র থেকে।
কী দাঁড়াল? খেলতেন যখন, একটা নাম ছিল ইউসুফের (Yousuf Pathan)। মারকুটে ব্যাটিংয়ের জন্য তাঁকে ডাকা হত ‘বরোদা বম্বার’ বলে। নামডাক ছিল বিশাল-বিশাল ছক্কা হাঁকানোর জন্য। দ্রষ্টব্য একটাই। রাজনীতির কেরিয়ারে ইউসুফ কী করেন? প্রথম বলটাকেই ইডেন পার করিয়ে দিতে পারেন কি না?
