shono
Advertisement

মাথার চুল প্রতিস্থাপন করতে গিয়ে মৃত্যু পডুয়ার

১০ ঘণ্টা ধরে কৃত্রিম চুল প্রতিস্থাপনের পরই জ্বর চলে আসে সন্তোষের৷ দু’দিন পর বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়৷ The post মাথার চুল প্রতিস্থাপন করতে গিয়ে মৃত্যু পডুয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Jun 09, 2016Updated: 02:16 PM Jun 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছর বয়েসেই মাথার চুল পড়তে শুরু করে৷ এদিকে সবে মেডিক্যালের ফাইনাল ইয়ার চলছে৷ তাই কৃত্রিম চুল প্রতিস্থাপন করবে বলে ঠিক করেন চেন্নাইয়ের সন্তোষ৷ এর জন্য ৭৩ হাজার টাকা অ্যাডভান্সড রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার-এ জমাও দেন তিনি৷

Advertisement

কিন্তু, ১০ ঘণ্টা ধরে কৃত্রিম চুল প্রতিস্থাপনের পরই জ্বর চলে আসে সন্তোষের৷ দু’দিন পর বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়৷ সন্তোষের মায়ের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে সন্তোষের৷ এমনকি চিকিৎসকরা কেউ প্রফেশনাল ছিল না বলেও অভিযোগ করেন তিনি৷ অ্যানাস্থেটিস্টও দায়সারা কাজ সেরে চলে যান৷

ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে সন্তোষের পরিবার৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আদতে সেন্টারটির চুল প্রতিস্থাপন করার লাইসেন্সই নেই৷ আদতে সেটি বিউটি সেলুন হিসেবে রেজিস্টার করানো৷ যা দু’মাস আগেই এক্সপায়ার করে গেছে৷ ঘটনার পরই অ্যাডভান্সড রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারটিকে নোটিস পাঠিয়েছে স্টেট মেডিক্যাল কাউন্সিল৷

আপাতত পুলিশ চেষ্টা করছে সন্তোষের মৃতদেহ যাতে মাটি খুঁড়ে বের করা যায়৷ কারণ ময়নাতদন্ত ছাড়াই তাঁকে সমাধিস্থ করা হয়েছিল৷ সন্তোষের মৃতদেহ পরীক্ষা করা গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে ধারণা তাঁদের৷

The post মাথার চুল প্রতিস্থাপন করতে গিয়ে মৃত্যু পডুয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement