shono
Advertisement

‘ছি ছি এত্তা জঞ্জাল’! এভারেস্ট সাফাইয়ে উদ্ধার ৩০০০ কেজি আবর্জনা

১৫ দিনেই এত আবর্জনা পেয়েছেন নেপালের সাফাইকর্মীরা৷ The post ‘ছি ছি এত্তা জঞ্জাল’! এভারেস্ট সাফাইয়ে উদ্ধার ৩০০০ কেজি আবর্জনা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:57 PM Apr 30, 2019Updated: 01:57 PM Apr 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর হিমালয়, নাকি জঞ্জালের স্তূপ? বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের বর্তমান পরিস্থিতি দেখলে এই প্রশ্ন উঠতে বাধ্য৷ এভারেস্টে পর্বতারোহীদের ঘনঘন যাতায়াত বেড়ে যাওয়ায় দূষিত হচ্ছে বরফে ঢাকা শৃঙ্গ৷ এমনই অভিযোগ বারবার পেয়ে ১৪ এপ্রিল থেকে নেপাল সরকার শুরু করেছে এভারেস্ট সাফাই অভিযান৷ মাত্র ১৫ দিনেই উদ্ধার হওয়া জঞ্জালের পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়৷ এভারেস্ট ঘিরে ৩০০০ কেজি আবর্জনার বলয়!

Advertisement

[ আরও পড়ুন : জীবিত বাগদাদের বিভীষিকা বাগদাদি! ভিডিও বার্তায় শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার]

নেপালের সোলুখুম্ব জেলার পুরসভার তরফে এই অভিযান শুরু করা হয়েছে৷ ৪৫ দিনের সাফাই অভিযানে ১০ হাজার কেজি বর্জ্য পাহাড়চূড়া থেকে সমতলে নামিয়ে নিয়ে আসার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷ মাত্র ১৫ দিনেই বর্জ্যের পরিমাণ ৩ হাজার কেজি৷ সাফাইকর্মীদের ধারণা, নির্ধারিত সময়ের পর সংগৃহীত আবর্জনার পরিমাণ ১০ হাজার কেজি ছাড়িয়ে যাবে৷ নেপালে পর্যটন বিভাগের ডিজি দান্ডুরাজ ঘিমিরে সাংবাদিক বৈঠক করে বলেছেন, ‘আমাদের দল এভারেস্টের বেস ক্যাম্প থেকে কাজ শুরু করেছে৷ ওদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আমরা করেছি৷ দিনরাত কাজ করতে গিয়ে খাবার, জল নিয়ে অসুবিধা হবে না৷ ওদের থাকারও একটা অস্থায়ী শিবির করা হয়েছে৷ ৩ হাজার কেজি বর্জ্যের মধ্যে হাজার কেজি কাঠমান্ডুতে আনা হবে৷ বাকিটা ওখালদুঙ্গা জেলায় পাঠিয়ে দেব৷ ওখানকার পুরসভা বর্জ্য নিষ্কাশনের কাজ করবে৷’ তিনি আরও জানিয়েছেন, হিমালয় অঞ্চলের শুধুমাত্র সাউথ কলেই ২ হাজার কেজি আবর্জনা মিলেছে৷ বাকিটা ক্যাম্প টু এবং ক্যাম্প থ্রি থেকে পাওয়া গিয়েছে৷

[ আরও পড়ুন : চাপে পড়ে দেশের মাটিতে জঙ্গিদের অস্তিত্ব মানল পাকিস্তান]

এবার দেখা যাক, কী কী বর্জ্য উদ্ধার হল৷ ঘিমিরের কথায়, প্রচুর অক্সিজেন সিলিন্ডার, অভুক্ত, ফেলে দেওয়া খাবারের প্যাকেট, বিয়ারের বোতল, মানবদেহের বর্জ্য – কী নেই তাতে? ঘিমিরে বলছেন, ‘যাই পাওয়া যাক, সবই আমরা সাফাই করব৷ কারণ, এভারেস্ট শৃঙ্গ বিশ্বের মুকুটের মতো৷ তাকে স্বচ্ছ, শুভ্র রাখাই আমাদের কর্তব্য৷’ যদি অভিযাত্রীরা নিজেরাই এসব বর্জ্য নামার সময় পরিষ্কার করে আনেন, তাহলে কাজ অনেক দ্রুত হয় বলে জানাচ্ছেন ঘিমিরে৷ সাফাইকাজের সময় যদি মৃতদেহও পাওয়া যায়, তাও নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি৷ এসব বর্জ্য প্রমাণ হিসেবে কিছুদিনের জন্য নামচি প্রদর্শনাগারে রাখা হবে৷ তারপর আবর্জনার স্তূপ পাঠানো হবে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য৷ তবে এভারেস্ট সাফাইয়ে নেমে এমন দৃশ্য দেখতে হবে, তা বোধহয় ভাবতেও পারেননি কেউ৷ অনেকেই বলছেন, এই মুহূর্তে এভারেস্ট অভিযান বন্ধ রাখা উচিৎ৷

The post ‘ছি ছি এত্তা জঞ্জাল’! এভারেস্ট সাফাইয়ে উদ্ধার ৩০০০ কেজি আবর্জনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement