সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলে ডুবে গিয়েছেন বন্ধু। তাঁকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল চার ডাক্তারি পড়ুয়ার। ভারত থেকে রাশিয়ায় পড়তে গিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে দুই ভাই বোনও। আপাতত তিনজন পড়ুয়ার দেহ মেলেনি বলে খবর। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া এক পড়ুয়াকে।
জানা গিয়েছে, মৃতদের নাম হর্ষল অনন্তরাও দেসালে, জিশান আশপাক পিঞ্জারি, জিয়া ফিরোজ পিঞ্জারি এবং মালিক গুলামগোস মহম্মদ ইয়াকুব। এর মধ্যে জিয়া এবং জিশান ভাই-বোন। তাঁরা সকলেই নভগোরোড স্টেট ইউনিভার্সিটির পড়ুয়া ছিলেন। জানা গিয়েছে, ঘটনার সময়ে ভিডিও কলে কথা বলছিলেন জিশান। বিকেল বেলা নদীর ধারে হাঁটতে হাঁটতেই কথা বলছিলেন। আচমকাই পড়ে যান নদীতে।
[আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে ভাষণ নেতানিয়াহুর! আমেরিকার চাপে থামবে গাজা যুদ্ধ?]
ওই সময়ে জিশানের আশেপাশেই ছিলেন অন্যান্যরা। তাঁকে নদীতে ডুবে যেতে দেখে সকলেই ঝাঁপ দেন নদীতে। কিন্তু শেষ পর্যন্ত নদীতে ডুবে মৃত্যু হয় চার ভারতীয় পড়ুয়ার। নিশা ভূপেশ সোনওয়ানে নামে আরও এক পড়ুয়া ঝাঁপ দিয়েছিলেন নদীতে। তবে তাঁকে উদ্ধার করা গিয়েছে। আপাতত চিকিৎসা চলছে তাঁর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার দিকে নজর রাখছে বলে খবর। জানা গিয়েছে, মৃতদের সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
সেন্ট পিটার্সবার্গের ভারতীয় কন্সুলেট এবং রাশিয়ার (Russia) ভারতীয় দূতাবাসের তরফেও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস। রাশিয়া থেকে পড়ুয়াদের দেহ দ্রুত ভারতে ফেরানোর ব্যবস্থাও হচ্ছে। চিকিৎসাধীন নিশার দিকেও নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, ভারত থেকে রাশিয়ায় গিয়ে ডাক্তারি পড়ার ঝোঁক অনেক বেড়েছে ভারতীয়দের মধ্যে। কারণ সেদেশে পড়ার খরচ ভারতের বেসরকারি কলেজগুলোর তুলনায় অনেক কম। ভর্তি হতেও খুব কঠিন পরীক্ষা দিতে লাগে না।