shono
Advertisement

দীপিকার অভিযোগে স্মৃতির হস্তক্ষেপ, ‘পদ্মাবতী’রঙ্গোলি তছনছে গ্রেপ্তার ৫

ভিডিও থেকে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়৷ The post দীপিকার অভিযোগে স্মৃতির হস্তক্ষেপ, ‘পদ্মাবতী’ রঙ্গোলি তছনছে গ্রেপ্তার ৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:51 PM Oct 20, 2017Updated: 11:21 AM Oct 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ রঙ্গোলি নষ্ট করার অভিযোগ উঠেছিল দুই হিন্দু সংগঠনের সদস্যদের বিরুদ্ধে৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ অভিযুক্ত৷ বৃহস্পতিবার সুরাট থেকেই পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ৷ জানা গিয়েছে, অভিযুক্তদের পাঁচজনের মধ্যে চারজন কর্ণি সেনার সদস্য এবং অপরজন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত৷

Advertisement

ঘটনা গত ১৫ অক্টোবরের৷ করণ কে নামে এক শিল্পী সুরাটের উমরা এলাকায় রাহুল রাজ শপিং মলে দিওয়ালি উপলক্ষে রঙ্গোলি বানিয়েছিলেন৷ দীর্ঘ ৪৮ ঘণ্টার পরিশ্রমে ‘পদ্মাবতী’ রূপী দীপিকা পাড়ুকোনের মুখ ফুটে উঠেছিল সেই রঙ্গোলিতে৷ কিন্তু এমন সুন্দর সৃষ্টির আয়ু হয় ক্ষণস্থায়ী৷ চোখের নিমেষে নষ্ট করে দেওয়া হয় রঙ্গোলি৷ টুইট করে করণ জানান, আচমকাই শপিং মলে ঢুকে বেশ কয়েকজনের একটি দল জয় শ্রী রাম ধ্বনি তুলে সমস্ত রঙ্গোলি লণ্ডভণ্ড করে দেয়৷ পরের দিন পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছিল৷

[পার্টিতে অমিতাভের নাতনির মুখোমুখি, কী করলেন রেখা?]

ঘটনার তদন্তে নেমে একটি ভিডিও ফুটেজ পায় পুলিশ৷ যেখানে স্পষ্ট দেখা যায়, জয় শ্রী রাম ধ্বনি তুলেই রঙ্গোলি তছনছ করে একদল ব্যক্তি৷ সেখান থেকেই অভিযুক্তদের চিহ্নিত করে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়৷ সুরাটের পুলিশ কমিশনার সতীশ শর্মা গ্রেপ্তারির খবর নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার হওয়া পাঁচজনের নাম বিক্রমসিং শেখাওয়াত, শম্ভু সিং রাঠোর, নরেন্দ্র চৌধুরি, শৈলেন্দ্র রাজপুত এবং সঞ্জয়সিং গোহিল৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪১, ১৪৯, ৪৫১ ও ৪২৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে আট থেকে ১০ জন মিলে রঙ্গোলি তছনছ করেছে৷ তাই বাকিদেরও খুঁজে গ্রেপ্তার করা হবে৷”

রাজপুত ইতিহাস নিয়ে ছবি করতে গিয়ে প্রথম থেকেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সঞ্জয় লীলা বনশালিকে৷ মরু শহরে কর্ণি সেনার তাণ্ডবে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি৷ পরে প্রযোজনা সংস্থার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল, ইতিহাসকে কোনওভাবে ছবিতে বিকৃত করা হয়নি৷ কিন্তু তাতেও চিড়ে ভেজেনি৷ পরে আবার মহারাষ্ট্রে শুটিং সেটে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ ছবির ফার্স্টলুক প্রকাশের পরও মামলা ঠান্ডা হয়নি৷ রাজস্থানের বিভিন্ন জায়গায় ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্ট লুকের পোস্টার পোড়ানো হয়৷ কিন্তু রঙ্গোলি তছনছের ঘটনার পর আর চুপ করে থাকতে পারেননি ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন৷ এই ঘটনাকে ‘জঘন্য’ বলে আখ্যা দেন তিনি৷ প্রশ্ন তোলেন, কীভাবে এই লোকজন দিনের পর দিন আইন নিজেদের হাতে তুলে নিতে পারে? এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও সুর চড়ান৷ তারপরই গ্রেপ্তার হল অভিযুক্তরা৷

[‘পদ্মাবতী’ রঙ্গোলি নষ্টে ক্ষুব্ধ দীপিকা, একহাত নিলেন হিন্দু সংগঠনকে]

The post দীপিকার অভিযোগে স্মৃতির হস্তক্ষেপ, ‘পদ্মাবতী’ রঙ্গোলি তছনছে গ্রেপ্তার ৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement