shono
Advertisement

Breaking News

ফের তেলেঙ্গানায় একরত্তিকে ছিঁড়ে খেল পথকুকুররা! হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু

গত মাসেও একই ভাবে একটি শিশুর প্রাণ গিয়েছিল কুকুরের আক্রমণে।
Posted: 05:09 PM Mar 14, 2023Updated: 05:09 PM Mar 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পথকুকুরদের হামলায় মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনা ঘটল তেলেঙ্গানায় (Telangana)। শিশুটি রাস্তায় খেলা করছিল। সেই সময়ই তার উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরের (Dog) দল। হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই নিয়ে এক মাসের কম সময়ে রাজ্যে কুকুরের আক্রমণে প্রাণ গেল দুই একরত্তির।

Advertisement

তেলেঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা বানোথ ভরত নামে পাঁচ বছরের শিশুটি রাস্তায় বসে খেলা করছিল। সে সময়ই সেখানে হাজির হয় কয়েকটি কুকুর। মুহূর্তে শিশুটির উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। কুকুরগুলির আঁচড়-কামড়ে অসুস্থ হয়ে পড়ে সে। রক্তাক্ত ভরতকে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে পরীক্ষা করে চিকিৎসকরা সন্দেহ করে সে র‍্যাবিসে আক্রান্ত হয়েছে। দ্রুত শিশুটিকে হায়দরাবাদের এক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার অভিভাবকরা। কিন্তু পথেই মৃত্যু হল তার।

[আরও পড়ুন: ‘মোদি থাকতে আপনার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়’, রাহুলকে তোপ হিমন্তর]

উল্লেখ্য, গত মাসের শেষদিকে তেলেঙ্গানাতেই একই ভাবে এক শিশুর মৃত্যু হয় একদল পথকুকুরের দাপটে। তাকে কামড়ে, আঁচড়ে হত্যা করে কুকুরগুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মর্মান্তিক ভিডিও দেখে আঁতকে ওঠেন সবাই। একমাস যেতে না যেতেই ফের এক শিশুর মৃত্যু হল পথকুকুরের আক্রমণে। এই ঘটনায় উদ্বিগ্ন তেলেঙ্গানা প্রশাসন। জানা গিয়েছে, এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে।

[আরও পড়ুন: এলাহাবাদ হাই কোর্ট চত্বর থেকে সরাতে হবে মসজিদ, নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement