সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জের নগদের টানাটানিতে বাতিল হল ৫০ হাজার বিয়ে৷ শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতেই রবিবার ৫০ হাজার বিবাহ অনুষ্ঠান ছিল৷ কিন্তু সবকটাই বাতিল করতে বাধ্য হল তাঁদের পরিবার৷
দেশে নোট বাতিলের পর রাশ টানা হয়েছে টাকা তোলার ক্ষেত্রেও৷ তবে বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত নগদ টাকা তোলার অনুমতি মিলেছে৷ তবে সেক্ষেত্রেও অবশ্য বিয়ের কার্ড কিংবা উপযুক্ত নথি দেখাতে হবে৷ তাছাড়াও ব্যাঙ্কের তরফে প্যান কার্ড বা আধার কার্ড চাওয়া তো হচ্ছেই৷ এখানেই শেষ নয়, বিয়ের জন্য কেনাকাটায় কোন বিক্রেতাদের নগদে টাকা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? তাঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা? তাঁদের কাছে সোয়াইপ করে টাকা নেওয়ার কোনও ব্যবস্থা আছে কিনা? এসবও নাকি ব্যাঙ্কের তরফে জানতে চাওয়া হচ্ছে, দিতে হচ্ছে উপযুক্ত নথিও৷ তাই ঝক্কি অনেক, এসবের জেরেই অগত্যা বিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই অনেকের কাছেই৷
শুধু তাই নয়, আরও অভিযোগও উঠছে অনেকক্ষেত্রে নথি দেখালেও নগদের অভাবে নাকি মাত্র দেড় লক্ষের বেশি ব্যাঙ্কের তরফে দেওয়া সম্ভব হচ্ছে না৷
The post নগদে টান, বাতিল ৫০ হাজার বিয়ে appeared first on Sangbad Pratidin.