সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা বিধ্বস্ত কেরলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ৷ নিজ নিজ স্বার্থকে পিছনে রেখে বিপন্ন মানুষদের জন্য ন্যূনতম সাহায্য নিয়েও ঝাঁপিয়ে পড়েছেন সকলে৷ ধনী-দরিদ্র, বড়লোক-গরিবলোক ভেদাভেদ ভুলে বিপর্যস্ত কেরলের জন্য সকলের মুখে এখন একই বাণী ‘পাশে আছি কেরল’৷ গত কয়েকদিন ধরেই টিভিতে এই সংক্রান্ত খবর দেখেছে তামিলনাড়ুর ভিল্লুপুরমের নাবালিকা অনুপ্রিয়া৷ প্রতিবেশী রাজ্যের মানুষদের এমন দুর্দশা দেখে কেঁদে ওঠে তাঁর শিশু মন৷ বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াতে চায় সেও৷ যেমন ভাবনা তেমন কাজ, এক মহৎ উপায় বাতলে নেয় ন’বছরের মেয়েটি৷
[প্রয়োজনে সংসদে বিল এনে তৈরি হবে রাম মন্দির, ইঙ্গিত বিজেপি শীর্ষনেতার]
ছোট থেকেই একটা সাইকেলের বড় শখ অনুপ্রিয়ার৷ শখকে সত্যি করার জন্য গত চারবছর ধরে হাত খরচের টাকা সঞ্চয় করেছে সে৷ কিন্তু কেরলের পরিস্থিতি দেখে নিজেকে স্থির রাখতে পারে না অনুপ্রিয়া৷ ভেঙে ফেলে নিজের লক্ষ্মীর ভাঁড়৷ জমানো ন’হাজার টাকার পুরোটাই তুলে দেয় ত্রাণশিবিরে৷ খুদে মেয়েটির এই মহৎ অবদানই এনে দিল বৃহৎ পুরষ্কার৷ অনুপ্রিয়াকে একটি ‘ব্র্যান্ড নিউ’ সাইকেল উপহার দেওয়ার ঘোষণা করল বিখ্যাত সাইকেল নির্মাণকারী সংস্থা হিরো সাইকেল৷ টুইট বার্তায় ছোট অনুপ্রিয়ার উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি, তাকে জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি৷ জানিয়েছেন, জেলাশাসকের মাধ্যমেই সাইকেল পৌঁছে যাবে অনুপ্রিয়ার বাড়িতে৷ কেবল সংস্থাই নয়, অনুপ্রিয়াকে শুভেচ্ছা পাঠিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও৷ পাশাপাশি হিরো সাইকেল সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
[আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে]
উল্লেখ্য, বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ‘ঈশ্বরের আপন দেশ’ কেরলে৷ সরকারি হিসাবে সলিল সমাধি ঘটেছে প্রায় ৩৬০ জনের, নিখোঁজ কয়েক হাজার মানুষ৷ বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ ইতিমধ্যে কেরলে প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র এবং জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য৷ রাজ্যের ১৪টি জেলার প্রত্যন্ত স্থানে পৌঁছে গিয়েছেন স্থল সেনা, বায়ু সেনা ও নৌ-সেনার জওয়ানরা৷ জলবদ্ধ মানুষকে উদ্ধার করতে বাড়ির ছাদে নামান হচ্ছে সেনার হেলিকপ্টার৷
The post সাইকেল কেনার সঞ্চয় ভেঙে কেরলের পাশে ছোট্ট অনুপ্রিয়া, পেল অবিশ্বাস্য পুরষ্কার appeared first on Sangbad Pratidin.