সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ভয়ংকর কাণ্ড। খ্যাপা উটের হামলায় মৃত্যু হল মালিকের। মাথা কামড়ে ধরে মালিককে মাটিতে আছড়ে মারল পোষ্য। পালটা উটটিকে গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর হয়। সেই আঘাত সহ্য করতে না পারায় মৃত্যু হয়েছে উটটির।
ঘটনাটি বিকানেরের পঞ্চু গ্রামের। সোমবার সন্ধের কাণ্ড। মরু অঞ্চলে প্রচলিত প্রবাদ, উট ক্ষেপে উঠল তার মালিককেও রেয়াত করে না। ঠিক সেই কাণ্ডেরই সাক্ষী হল বিকানেরের ছোট গ্রামটি। পোষা উটটিকে একটি জায়গায় বেঁধে রেখেছিলেন মালিক সোহানরাম নায়েক। সামনে দিয়ে বেশ কিছু উটকে যেতে দেখে সেটি বাঁধন ছিঁড়ে বেরোতে চেষ্টা করে। শেষ পর্যন্ত খুঁটি উপড়ে দৌড় লাগায় উটটি। সোনারাম সেটিকে সামলানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। বরং খ্যাপা প্রাণীটি ভয়ংকর কাণ্ড করে বসে।
[আরও পড়ুন: লখনউয়ের নাম বদলে হবে লক্ষ্মণ নগরী! উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা তুঙ্গে]
ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তির বক্তব্য, উটটি সোহানরামর মাথা কামড়ে ধরে মাটিতে আছড়ে ফেলে। তাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা উটটিকে শায়েস্তা করতে তাকে পাকড়াও করে গাছে বাঁধে। ততক্ষণে অবশ্য শান্ত হয়েছে সে। তবে রেয়াত করা হয়নি পোষ্যকে। তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। তাতে মৃত্যু হয়েছে তার।