shono
Advertisement

Breaking News

Post Poll Violence: ধর্ষণ নিয়ে ‘ভুয়ো’টুইটে বিপাকে Agnimitra, থানায় হাজিরা BJP বিধায়কের

ভোট পরবর্তী বাংলায় মহিলা বিজেপি কর্মীর ধর্ষণের শিকার হওয়ার কথা টুইট করেছিলেন অগ্নিমিত্রা পল।
Posted: 04:22 PM Aug 06, 2021Updated: 05:34 PM Aug 06, 2021

নন্দন দত্ত, সিউড়ি: ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) বাংলার এক মহিলা ধর্ষণের শিকার হয়েছেন বলে টুইট করেছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তবে জেলা পুলিশ সুপারের দাবি, সেই টুইটের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাই ভুয়ো টুইটের দায়ের বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে বীরভূম জেলা সাইবার ক্রাইম পুলিশ মামলা রুজু করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০১, ৫০২, ৫০৫, ৫০৬, ৫০৯ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা রুজু হয়। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার সিউড়ির সাইবার ক্রাইম থানায় হাজিরা দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

Advertisement

থানা থেকে বেরিয়ে অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) জানান, “বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় হিংসা লেগেই রয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি বীরভূমে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। নানুরে বেশ কয়েকজন মহিলা বিজেপি সমর্থক ধর্ষণ এমনকী গণধর্ষণেরও শিকার হয়েছেন। সেরকম একজন মহিলা ফোন করে জানিয়েছিলেন তিনি ধর্ষণের শিকার। তাই সে কথা টুইট করেছিলাম। তবে কোনও জায়গার কথা উল্লেখ করিনি টুইটে। তারই প্রেক্ষিতে সাইবার সেল পুলিশ মামলা রুজু করেছে। তাই থানায় দেখা করতে এসেছিলাম। কেন টুইট করেছি, তা পুলিশকে জানিয়েছি।”

[আরও পড়ুন: যাত্রীবাহী বিমানের ভিতরে সাপ! Dum Dum বিমানবন্দরে ছড়াল তীব্র চাঞ্চল্য]

বিজেপি বিধায়কের এই টুইটের ভিত্তিতে আগেই সাংবাদিক বৈঠক করেছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি বিধায়কের অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছিলেন। ধর্ষণ কিংবা গণধর্ষণের মতো কোনও ঘটনা বীরভূমে ঘটেনি বলেই জানিয়েছিলেন পুলিশ সুপার। এমনকী বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও (Anubrata Mandal) ধর্ষণ কিংবা গণধর্ষণের অভিযোগ খারিজ করেন। ওই মহিলাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। মহিলাও জানিয়ে দেন, তাঁকে কেউ ধর্ষণ কিংবা গণধর্ষণ করেনি। বিজেপি কর্মী হওয়ায় ভোটের ফলপ্রকাশের পর বিনা কারণেই বাপের বাড়ি চলে গিয়েছিলেন বলেই দাবি করেন তিনি। তার ফলে অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) টুইটের সত্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে।

[আরও পড়ুন: মোট ১১টি বিয়ে, সম্পত্তি হাতিয়ে নিয়েই পালটে ফেলতেন স্বামী! গ্রেপ্তার বাংলাদেশি মডেল Mou]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার