shono
Advertisement

ইজরায়েলের হয়ে চরবৃত্তি! ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা কাতারে

বন্দিদের সম্ভাব্য সবরকম আইনি সাহায্য করবে নয়াদিল্লি।
Posted: 04:43 PM Oct 26, 2023Updated: 06:49 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল কাতারের (Qatar) আদালত। গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা সেখানে বন্দি রয়েছেন। এই সংবাদে ভারত সরকার স্তম্ভিত। ভারতের তরফে যে বন্দি সেনাকর্মীদের সবরকম সম্ভাব্য আইনি সহায়তা করা হবে তা জানিয়েছে নয়াদিল্লি।

Advertisement

ঠিক কী অভিযোগ ওই প্রাক্তন সেনাকর্মীদের বিরুদ্ধে? তাঁদের বিরুদ্ধে ইজরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। জানা যাচ্ছে, তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। অবশেষে বৃহস্পতিবার এই মামলার রায় দিল আদালত।

[আরও পড়ুন: ভিসা চালুর সিদ্ধান্ত ‘ভালো লক্ষণ’, সংঘাতের মাঝেই ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানাল কানাডা]

বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ”মৃত্যুদণ্ডের রায়ে আমরা গভীরভাবে স্তম্ভিত। বিস্তারিত রায়ের অপেক্ষায় রয়েছি। আমরা সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্য ও আইনজ্ঞদের দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সব রকম আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নিবিড়ভাবে একে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সবরকম আইনি সহায়তা করব।”

[আরও পড়ুন: মার্কিন কলেজের ভিতরে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভ, লাইব্রেরিতে তালাবন্দি ইহুদি পড়ুয়ারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement