সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাক্টর রেস চলাকালীন কিষাণ মাণ্ডির ছাউনি ভেঙে গুরুতর জখম হলেন অন্তত শ’দুয়েক দর্শক৷ কিষাণ মাণ্ডির টিনের ছাদে ভেঙে ঘটে বিপত্তি৷ সরকারিভাবে মাত্র ১৭ জন জখম হওয়ার খবর জানানো হলেও অসমর্থিত সূত্রে আহতের সংখ্যা ২৫০ বলে জানা গিয়েছে৷ উদ্ধারকাজ দেরিতে শুরু হওয়ার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে, রাজস্থানে শ্রী গঙ্গানগর এলাকায়৷
[আদালতের নির্দেশ না মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বাংলো উপহার, বিতর্কে মধ্যপ্রদেশ সরকার]
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের শ্রী গঙ্গানগর এলাকায় ট্রাক্টর রেসের আয়োজন করা হয়৷ রেস দেখতে ভিড় জমান স্থানীয়রা৷ ভিড় উপচে পড়তেই কিষাণ মাণ্ডির ছাদের উপর চড়ে বসেন অন্তত শ’পাঁচেক দর্শক৷ অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিনের শেডটি৷ প্রায় দু’তল উচ্চতা থেকে টিনের শেড-সহ মাটিতে আছড়ে পড়ে জখম হন বহু মানুষ৷ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ ছোটাছুটিও শুরু হয়৷ প্রাথমিক ভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা৷ অভিযোগ, দুর্ঘটনার খবর পেয়েও উদ্ধারকাজ দেরিতে শুরু করে পুলিশ৷
[মেয়ের স্মৃতিতে স্কুলের ৪৫ ছাত্রীর ফি দেওয়ার সিদ্ধান্ত ক্লার্কের]
এদিন বিকালে বড়সড় দুর্ঘটনা ঘটে গেলেও মুখে কুলুপ এঁটেছে রাজস্থান প্রশাসন৷ দুর্ঘটনার চার ঘণ্টা পরও সরকারিভাবে হতাহতের কোনও খবরই জানানো হয়নি৷ তবে, স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এদিনের এই ঘটনায় কমপক্ষে ১৫০ জন জখম হয়েছেন৷ আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
তবে, এদিনের এই দুর্ঘটনার পিছনে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই৷ মেলা চলাকালীন কীভাবে দর্শকদের কিষাণ মাণ্ডির ছাদে উঠতে দিল প্রশাসন, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ দুর্ঘটনার খবর পাওয়ার পরও কেন উদ্ধারকাজে এত দেরি হল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কেন হতাহতের সংখ্যা প্রকাশ্যে আনা হচ্ছে না, তা নিয়েও সমালোচনার মুখোমুখি হয়েছে রাজস্থান সরকার৷
The post ভেঙে পড়ল টিনের ছাউনি, রাজস্থানে রেস দেখতে গিয়ে জখম শতাধিক appeared first on Sangbad Pratidin.