অর্ণব আইচ ও নিরুফা খাতুন: মায়ের হৃদরোগ। ধোঁয়ায় কষ্ট পাচ্ছেন স্ত্রী। শব্দবাজি ফাটানোর তাই প্রতিবাদ করেছিলেন যুবক। আর তার জেরে আনন্দ পালিত রোডে গুরুতর জখম এক ব্যক্তি। তাঁকে বাঁশ, লাঠি দিয়ে একদল যুবক বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। এন্টালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জখম সায়ন কুণ্ডু। কলকাতার এন্টালি থানার আনন্দ পালিত রোডের বাসিন্দা। তাঁর মা খুকুমণি কুণ্ড, হৃদরোগে আক্রান্ত। বাজির ধোঁয়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। তাই শব্দবাজি ফাটাতে বারণ করেন সায়ন। তা নিয়ে এলাকারই বেশ কয়েকজন যুবকের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। পরে তা ভয়ংকর রূপ নেয়। অভিযোগ, ১৫-২০ জন যুবক ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনায় এন্টালি(Entally) থানায় অভিযোগ দায়ের করা হয়। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু এন্টালি নয়, আজাদগড়েও ঘটেছে একই কাণ্ড। আক্রান্ত সঞ্জয় ভট্টাচার্যর বাড়িতে কাকা অসুস্থ। তাই শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, প্রতিবাদ করায় একদল দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। X হ্যান্ডেলে কলকাতা পুলিশের ডিসি সাউথকে অভিযোগ জানিয়েছেন।
কালীপ্রতিমা বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লেকটাউনও। রবিবার গভীর রাতে দক্ষিণদাড়ির দেবীঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। সেই সময় মোতায়ন ছিল পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মারধর ও সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।