অর্ণব আইচ: বাংলাদেশ থেকে জাল নোট পাচার। খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বিরাটির কাছ থেকে ২৪ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার করলেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা। ধৃত ব্যক্তির নাম শেখ সাদ্দাম। সে উত্তর কলকাতার রাজাবাজার এলাকার বাসিন্দা।
সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধেয় বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের পি এন্ড আই (সদর)-এর গোয়েন্দারা সাদ্দামের পিছু নেন। পাচারের আগেই তার ব্যাগ থেকে দু’হাজার ও ৫০০ টাকার প্রায় ২৪ লক্ষ ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। সূত্রের খবর, এই জাল নোট চক্রের এক মাথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। সে এজেন্ট মারফত, আবার কখনও বা নিজেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে জাল নোট নিয়ে বারুইপুরে আসে।
[আরও পড়ুন: নেতাই হত্যা মামলা: একযুগ পর জেল থেকে ছাড়া পেলেন অভিযুক্ত ডালিম পাণ্ডে, তপন দে]
কলকাতা ও তার আশপাশের এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পর সাদ্দামকে কাজে লাগিয়ে তা পাচার করে। বারুইপুরের ওই পাচারকারীর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে। তাকে ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছে শুল্ক দপ্তর। ধৃতকে জেরা করলে গুরুত্বপূর্ণ মিলতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা।