shono
Advertisement

ইন্দাসে বাজ পড়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, দিলেন পাশে থাকার আশ্বাস

৩০ এপ্রিল তৃণমূলের সভার আগে বাজ পড়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর।
Posted: 03:55 PM May 22, 2023Updated: 03:55 PM May 22, 2023

ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দেবব্রত দাস: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে হাজিরা দিয়ে ফের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বাঁকুড়ার ইন্দাসে বাজ পড়ে মৃত ও আহতদের সঙ্গে দেখা করলেন তিনি। আশ্বাস দিলেন পাশে থাকার।

Advertisement

সিবিআই তলব করায় নবজোয়ার কর্মসূচি মাঝপথে থামিয়েই কলকাতা ফিরতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় সাড়ে ন ঘণ্টা জেরা করা হয় তাঁকে। তারপর ফের কর্মসূচিতে ফিরলেন অভিষেক। সোমবার বাঁকুড়ায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে ইন্দাস হাই স্কুলের মাঠে ঝড়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। অভিষেককে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সকলে। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের। প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক।

[আরও পড়ুন: আজ থেকে নবউদ্যমে নবজোয়ার কর্মসূচি, অভিষেককে ঘেরাওয়ের হুঁশিয়ারি কুড়মিরা]

গত ৩০ এপ্রিল বিকেল ইন্দাসে তৃণমূলের সভা ছিল তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর। সেই সভা ঘিরে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করছিলেন ইন্দাসে। সভা শুরুর আগেই আচমকা শুরু হয় ঝড়-বৃষ্টি। ক্রমাগত বাজ পড়তে থাকে। বাজ পড়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। তাঁর নাম সামিদ মল্লিক। জখম হন কমপক্ষে ৫০ জন। ঘটনার দিন রাতেই দুঃখপ্রকাশ করেছিলেন অভিষেকয দেবাংশু ভট্টাচার্যকে মৃতের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন।

[আরও পড়ুন: ছাদের ঘরে পুজো, মজুত বাজিতে ধূপের আগুন থেকেই বিস্ফোরণ বজবজে, জানাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement