সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত ডেডলাইনের মধ্যেই যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা (Messi Mess) নিয়ে শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবারই তিন পদস্থ কর্তা ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শো-কজের জবাবদিহি ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের গড়া অনুসন্ধান কমিটি। সেই ডেডলাইন মেনেই জবাব দিয়েছেন তাঁরা।
সূত্রের খবর, ক্রীড়া দপ্তরের সচিব জানিয়েছেন, যে পর্যায়ক্রমে অনুষ্টান হওয়ার কথা জানানো হয়েছিল, তা হয়নি। আগে একরকম অনুষ্ঠান সূচি জানানো হয়েছিল। উদ্যোক্তারা নিজেদের মতো করে পরিকল্পনা করেছিলেন ঘটনার দিনে। রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারের লিখিত বয়ান অবশ্য জানা যায়নি।
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা। ফাইল ছবি
এদিকে যুবভারতী কাণ্ডে তদন্ত আরও জোরদার করতে বাড়ানো হচ্ছে 'সিট'-এর সদস্য সংখ্যা। নবান্ন সূত্রের খবর, আপাতত আরও আট পুলিশ আধিকারিককে এই দলে অন্তর্ভুক্ত করা হবে। কাজের প্রয়োজন অনুযায়ী ফের বাড়ানো হতে পারে সদস্যসংখ্যা। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির সুপারিশ মতো মঙ্গলবারই চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গড়ে রাজ্য। বুধবার সকালেই সিটের সদস্যরা যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দলও। এদিকে, ক্রীড়াঙ্গনে হাঙ্গামার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার ধৃত রূপক মণ্ডলকে এদিন বিধাননগর মহকুমা আদালত ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে খবর, যত সংখ্যক অতিথির মাঠে থাকার কথা ছিল, তার চেয়ে কত বেশি লোক মাঠে ছিলেন, তাঁদের পরিচয় কী, কীভাবে তাঁরা মাঠে প্রবেশ করলেন, তাঁদের কাছে পুলিশের, নাকি আয়োজকদের কার অনুমতি ছিল, এমন একাধিক বিষয়ে সিটের সদস্যরা খোঁজ নিয়েছেন।
